Advertisement

The Bengal Files: বাজেয়াপ্ত ল্যাপটপ, 'দ্য বেঙ্গল ফাইলস'-এর ট্রেলার লঞ্চ ঘিরে ঠিক কী চলছে?

The Bengal Files: 'দ্য বেঙ্গল ফাইলস'-এর ট্রেলার লঞ্চে বাধা দেওয়া অভিযোগ। অভিযোগ তুললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ই এম বাইপাসের এক পাঁচতারা হোটেলে এই ছবির ট্রেলার লঞ্চ ও সাংবাদিক সম্মেলনের কথা ছিল। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই বিপত্তি।

দ্য বেঙ্গল ফাইলস ট্রেলার লঞ্চে বাধাদ্য বেঙ্গল ফাইলস ট্রেলার লঞ্চে বাধা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Aug 2025,
  • अपडेटेड 3:04 PM IST
  • 'দ্য বেঙ্গল ফাইলস'-এর ট্রেলার লঞ্চে বাধা দেওয়া অভিযোগ।

'দ্য বেঙ্গল ফাইলস'-এর ট্রেলার লঞ্চে বাধা দেওয়া অভিযোগ। অভিযোগ তুললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ই এম বাইপাসের এক পাঁচতারা হোটেলে এই ছবির ট্রেলার লঞ্চ ও সাংবাদিক সম্মেলনের কথা ছিল। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই বিপত্তি। হোটেল কর্তৃপক্ষ নাকি ট্রেলার লঞ্চে বাধা দেয় বলে অভিযোগ করেন পরিচাবক বিবেক। শুধু তাই নয়, ট্রেলার দেখানোর মাঝেই কলকাতা পুলিশ এসে তা থামিয়ে দেয় এবং যে ল্যাপটপ থেকে ট্রেলার দেখানো হচ্ছিল তা বাজেয়াপ্ত করে পুলিশ।  

যদিও হোটেল কর্তৃপক্ষ দাবি করেছে যে তাদের তরফ থেকে ট্রেলার লঞ্চে কোনও বাধা দেওয়া হয়নি। বিবেক অগ্নিহোত্রী অনুষ্ঠানের মঞ্চে দাবি করেছেন যে কেউ বা কারোর তরফে বাধা দেওয়া হয়েছে। এর আগে মাল্টিপ্লেক্সে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। পরিচালকের দাবি, রাজনৈতিক বাধার কারণে তা করা যায়নি। অনুষ্ঠানের জায়গা পরিবর্তিত হয়ে ঠিক হয় পাঁচতারা হোটেলে। বেশ কিছুক্ষণ এই নিয়ে ঝামেলা হওয়ার পর অবশেষে ট্রেলার চালানো হয়, কিন্তু তা মাঝপথেই বন্ধ করে দেয় কলকাতা পুলিশ। বাজেয়াপ্ত করা হয় ল্যাপটপও। যার ফলে কলকাতায় দ্য বেঙ্গল ফাইলস-এর ট্রেলার আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়নি। যদিও সোশ্যাল মিডিয়ায় ট্রেলার লঞ্চ হয়ে গিয়েছে।

কলকাতা পুলিশের শীর্ষ অধিকর্তা এ প্রসঙ্গে বলেন, 'এই ধরণের স্ক্রিনিং ইভেন্টের জন্য বিনোদনমূলক লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। কিন্তু এই ইভেন্টের আয়োজকরা কলকাতা পুরসভার থেকে কোনও বিনোদন লাইসেন্স নেননি। তারা অনুষ্ঠানটি আয়োজনের আগে স্থানীয় পুলিশকেও এই অনুষ্ঠান সম্পর্কে অবহিত করেনি। আমরা অন্যান্য জায়গা থেকে অনুষ্ঠানটি সম্পর্কে তথ্য পেয়েছি। তাই আয়োজকরা আমাদের কোনও লাইসেন্স দেখাতে না পারায় আমাদের হস্তক্ষেপ করতে হয়েছিল।' 

বিবেক অগ্নিহোত্রী মঞ্চেই অভিযোগ জানান যে তাঁকে এই ট্রেলার লঞ্চ করতে বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, 'কেন আমায় বাধা দেওয়া হচ্ছে বুঝতে পারছি না। কোনও কারণই খুঁজে পাচ্ছি না। এর আগে মাল্টিপ্লেক্সে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল।' পরিচালকের দাবি, রাজনৈতিক বাধার কারণে তা করা যায়নি। অনুষ্ঠানেক জায়গা পরিবর্তিত হয়ে ঠিক হয় পাঁচতারা হোটেলে। কে বাধা দিচ্ছেন পরিচালককে? এই প্রশ্নের উত্তরে বিবেক অগ্নিহোত্রী জানান, 'সকলেই জানেন যে এ রাজ্যে কারা সবচেয়ে ক্ষমতাশালী।' হোটেল কর্তৃপক্ষ পরিচালককে জানিয়েছে যে এই ছবির ট্রেলার এখানে দেখানো যাবে না। তবে হোটেল কর্তৃপক্ষের দাবি, এরকম কোনও কিছু তাদের পক্ষ থেকে জানানো হয়নি। 

Advertisement

শোনা যাচ্ছে, কলকাতার পুরসভার অনুমতি ছাড়াই নাকি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, তাই পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়েছে। ‘দ্য বেঙ্গল ফাইলস’-এ বিবেক তুলে ধরবেন স্বাধীনতা-উত্তর বাংলার রাজনৈতিক স্বৈরাচারের কাহিনি। তবে এই ছবিটি যাতে এ রাজ্যে প্রদর্শিত না হয়, তার জন্য প্রশাসন ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে। বিবেক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছবি তৈরি করে রাজ্য সরকারের ভাবমূর্তিতে আঘাত করতে চাইছেন, এই অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর করা হয়েছে প্রশাসনের তরফে। তবে সুপ্রিম কোর্ট সেই মামলায় স্থগিতাদেশ দিয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর এই ছবি মুক্তি পাবে।   

  

Read more!
Advertisement
Advertisement