Advertisement

Murshidabad Violence: কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক মুর্শিদাবাদে, হাইকোর্টে শুভেন্দু

Waqf Act protests West Bengal: ওয়াকফ আইন (Waqf Law) ইস্যুতে হিংসা কবলিত মুর্শিদাবাদে (Murshidabad) কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে কলকাতা হাইকোর্টের আবেদন শুভেন্দু অধিকারীর। এনিয়ে তিনি একটি মামলা দায়ের করেছেন। সেই মামলার আজই শুনাতি হতে পারে বিচারপতি সৌমেন সেন, বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চে।

কেন্দ্রীয় বাহিনী বাহিনী মোতায়েত করা হোক মুর্শিদাবাদে, হাইকোর্টে শুভেন্দুকেন্দ্রীয় বাহিনী বাহিনী মোতায়েত করা হোক মুর্শিদাবাদে, হাইকোর্টে শুভেন্দু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Apr 2025,
  • अपडेटेड 5:58 PM IST
  • পরিস্থিতি আঁচ করে রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • শনিবার মুর্শিদাবাদের অশান্তি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন পুলিশের ডিজি রাজীব কুমার

Waqf Act protests West Bengal: ওয়াকফ আইন (Waqf Law) ইস্যুতে হিংসা কবলিত মুর্শিদাবাদে (Murshidabad) কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে কলকাতা হাইকোর্টের আবেদন শুভেন্দু অধিকারীর। এনিয়ে তিনি একটি মামলা দায়ের করেছেন। সেই মামলার আজই শুনাতি হতে পারে বিচারপতি সৌমেন সেন, বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চে। এমনিতেই হিংসা নিয়ন্ত্রণে মুর্শিদাবাদে মোতায়েন করা হয়েছে বিএসএফ জওয়ানদের। সূত্রের খবর, রাজ্য পুলিশের তরফেই সীমান্ত সুরক্ষায় নিয়োজিত এই বাহিনীর সাহায্য় চাওয়া হয়। কমপক্ষে ৩০০ বিএসএফ জওয়ান এলাকায় মোতায়েন রয়েছেন বলে জানা গিয়েছে। 

ওয়াকফ আইন ইস্যুতে গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক অশান্তির ঘটনা সামনে আসছে। মুর্শিদাবাদে কয়েকজনের মৃত্যু হয়েছে। এই জেলার, সুতি, সামশেরগঞ্জ, ধুলিয়ান ছাড়াও একাধিক জায়গায় হিংসা ছড়িয়েছে। বহু ঘর বাড়ি, দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। রেলের সম্পত্তিও ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়া হয়। যা নিয়ে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

পরিস্থিতি আঁচ করে রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মমতা লিখেছেন,'সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনো অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন'। (বানান ও বাক্যগঠন অসম্পাদিত) ওয়াকফ আইন করেছে কেন্দ্রীয় সরকার, মনে করিয়ে দিয়েছেন মমতা। তিনি লিখেছেন,'মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে। আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি - আমরা এই আইনকে সমর্থন করিনা। এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। তাহলে দাঙ্গা কিসের?' (বানান ও বাক্যগঠন অসম্পাদিত) হিংসায় উস্কানি দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন,'আরো মনে রাখবেন, দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেবো। কোনো হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না। কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন। তাদের প্ররোচনায় পা দেবেন না। আমি মনে করি, ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন - এই আমার আবেদন'। (বানান ও বাক্যগঠন অসম্পাদিত)

Advertisement

আরও পড়ুন

শনিবার মুর্শিদাবাদের অশান্তি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন পুলিশের ডিজি রাজীব কুমার। ভাঙচুর, হিংসা ছড়ানোর ঘটনায় অভিযুক্ত কাউকে রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। সাধারণ মানুষকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ারও আশ্বাস দিয়েছেন ডিজি।
 

Read more!
Advertisement
Advertisement