Advertisement

WB Durga Puja 2025: পুজোয় ভিনরাজ্যে যেতে ভয় পাচ্ছেন বাংলার মহিলা ঢাকিরা, হচ্ছেন পুলিশের দ্বারস্থ

শরতের নীল আকাশ আর কাশফুলের দোলায় বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর আগমন বার্তা স্পষ্ট। উৎসব মানেই শুধু প্যান্ডেল, প্রতিমা, আলো বা সাজসজ্জা নয়, চাই ঢাকের আওয়াজ। সেই ঢাকের তালে মাততে এখন থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরের নট্ট পাড়ায়।

মহিলা ঢাকি।-ফাইল ছবিমহিলা ঢাকি।-ফাইল ছবি
স্বপন কুমার মুখার্জি
  • কলকাতা ,
  • 14 Sep 2025,
  • अपडेटेड 1:31 PM IST
  • শরতের নীল আকাশ আর কাশফুলের দোলায় বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর আগমন বার্তা স্পষ্ট।
  • উৎসব মানেই শুধু প্যান্ডেল, প্রতিমা, আলো বা সাজসজ্জা নয়, চাই ঢাকের আওয়াজ।

শরতের নীল আকাশ আর কাশফুলের দোলায় বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর আগমন বার্তা স্পষ্ট। উৎসব মানেই শুধু প্যান্ডেল, প্রতিমা, আলো বা সাজসজ্জা নয়, চাই ঢাকের আওয়াজ। সেই ঢাকের তালে মাততে এখন থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরের নট্ট পাড়ায়।

এবার বিশেষ নজর কেড়েছে এক নতুন দিক, পুরুষ ঢাকিদের সঙ্গে সমান তালে মহড়া দিচ্ছেন বহু মহিলা ঢাকি। চোখ ধাঁধানো সাজসজ্জায় ঢাক বাজিয়ে তাঁরা একের পর এক বোল তুলছেন। তাঁদের প্রশিক্ষণে রয়েছেন প্রবীণ ঢাকি ও শিল্পী সজল নন্দী। তিনি জানিয়েছেন, ঢাকের সুরের সঙ্গে সঙ্গে ঢাকিদের সাজসজ্জাও এবারের বড় আকর্ষণ হবে।

দুর্গাপুজোকে কেন্দ্র করে শুধু বাংলাতেই নয়, দিল্লি-মুম্বই-সহ দেশের নানা প্রান্ত থেকে ডাক এসেছে এই মহিলা ঢাকিদের। তবে উৎসবের আনন্দে এবার কিছুটা উদ্বেগও মিশেছে। কারণ, সাম্প্রতিক সময়ে ভিনরাজ্যে বাংলাভাষী মানুষদের নানাভাবে হেনস্থার ঘটনা ঘটেছে। তাই আশঙ্কা তৈরি হয়েছে মহিলা ঢাকিদের মধ্যেও।

তাঁরা জানিয়েছেন, কোথায় যাচ্ছেন তার আগাম তালিকা থানায় জমা দেবেন, যাতে প্রয়োজনে আইন-শৃঙ্খলার সহায়তা পাওয়া যায়। কেউ কেউ দৃঢ় কণ্ঠে বলেছেন, 'আমরা বাঙালি, তাই বাংলায় কথা বলব। কেউ যদি বাংলাদেশি বলে অপমান করে, প্রতিবাদ করব।'

অতএব, একদিকে পুজোর আনন্দ আর অন্যদিকে ভিনরাজ্যে নিরাপত্তাহীনতার আশঙ্কা, এই দুই বিপরীত সুর নিয়েই ঢাকের বাদনে উৎসবমুখর হতে চলেছেন বাংলার সাহসী মহিলা ঢাকিরা।

সংবাদদাতা-দীপক দেবনাথ

 

Read more!
Advertisement
Advertisement