
শীতের কলকাতাকে নতুন করে দেখার সুযোগ এনে দিচ্ছে পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকেই চালু হতে চলেছে বিশেষ পর্যটন উদ্যোগ ‘কলকাতা দর্শন’, যেখানে এসি ভলভো বাসে গাইড সহ ঘুরিয়ে দেখানো হবে কলকাতা ও শহরতলির গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য স্থানগুলি।
দুটি বিশেষ প্যাকেজ-ইকোপার্ক ও কালীঘাট কেন্দ্রিক
এই পর্যটন উদ্যোগে থাকছে দুটি আলাদা ট্যুর প্যাকেজ।
১. ইকোপার্ক কেন্দ্রিক টুর
এই প্যাকেজে পর্যটকরা দেখতে পাবেন
ইকোপার্ক
মাদার্স ওয়াক্স মিউজিয়াম
নিউটাউন হরিণালয়
মিষ্টিহাব
ইকো আর্বান ভিলেজ
বিশ্ববাংলা গেট
নজরুল তীর্থ সহ আরও কয়েকটি জনপ্রিয় জায়গা।
২. কালীঘাট কেন্দ্রিক টুর
এই প্যাকেজে ঘুরিয়ে দেখানো হবে
ভিক্টোরিয়া মেমোরিয়াল
ন্যাশনাল লাইব্রেরি
আলিপুর জেল মিউজিয়াম
ইন্ডিয়ান মিউজিয়াম
ইডেন গার্ডেন্স
হাওড়া ব্রিজ ও হাওড়া ফুলবাজার
প্রিন্সেপ ঘাট
ট্রাম স্মরণিকা
নন্দন চত্বর সহ আরও বহু ঐতিহাসিক জায়গা।
টিকিটের ধরন ও সুবিধা
দফতর সূত্রে জানা গিয়েছে, টিকিট কাটা যাবে দু'ভাবে
প্রবেশমূল্যসহ সম্পূর্ণ প্যাকেজ টিকিট আর শুধু বাসে ঘোরার টিকিট, যাঁরা ভেতরে প্রবেশ করবেন না তাদের জন্য। বাসেই থাকবে ব্রেকফাস্ট ও রিফ্রেশমেন্টের ব্যবস্থা। তবে মূল্য এখনও নির্ধারিত হয়নি।
টিকিট কাটার তিনটি মাধ্যম রাখা হচ্ছে
এসপ্ল্যানেডের পরিবহণ নিগমের প্রধান কাউন্টার
পরিবহণ দফতরের ওয়েবসাইট
যাত্রীসাথী অ্যাপ (এ বিষয়ে আলোচনা চলছে)
কিছু জায়গায় অনলাইন প্রবেশ টিকিট বুকিং ব্যবস্থা নেই, এই সমস্যার সমাধান নিয়ে আলোচনা চলছে।