Advertisement

WB Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, তাপমাত্রা বাড়বে, ফের পারদ নামবে কবে থেকে? পূর্বাভাস

শীতের দাপট জেঁকে বসার আগেই সাময়িক বিরতি। সোমবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূবালির সক্রিয়তার ফলেই এই ছন্দপতন। আগামী কয়েকদিন এমন আবহাওয়া বজায় থাকতে পারে বলে মনে করা হচ্ছে, যা শীতপ্রেমীদের মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বাংলায় জাঁকিয়ে শীত কবে থেকেবাংলায় জাঁকিয়ে শীত কবে থেকে
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Nov 2025,
  • अपडेटेड 10:46 AM IST
  • শীতের দাপট একেবারেই মন ভরার মতো জেঁকে বসার আগেই সাময়িক বিরতি নিল।
  • সোমবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা কিছুটা বেড়েছে।
  • আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূবালির সক্রিয়তার ফলেই এই ছন্দপতন।

শীতের দাপট একেবারেই মন ভরার মতো জেঁকে বসার আগেই সাময়িক বিরতি নিল। সোমবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূবালির সক্রিয়তার ফলেই এই ছন্দপতন। আগামী কয়েকদিন এমন আবহাওয়া বজায় থাকতে পারে বলে মনে করা হচ্ছে, যা শীতপ্রেমীদের মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গে পশ্চিমি শীতল হাওয়ার প্রবাহ কমে যাবে এবং পরিবর্তে প্রবল হবে পূবালি বাতাস। এই পূবালি হাওয়া বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বয়ে আনবে, ফলে বাতাসে আর্দ্রতা বাড়বে এবং দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।যদিও তাপমাত্রা বাড়লেও রাত এবং ভোরের দিকে শীতের আমেজ বজায় থাকবে। গত কয়েকদিন ধরে কলকাতার আবহাওয়া ছিল মনোরম ও আরামদায়ক, তাতে শীতের স্পষ্ট ছোঁয়া মিলছিল। তবে সোমবার থেকে সেই ছবিতে কিছুটা বদল এসেছে।

মঙ্গলবারের মধ্যে কলকাতায় রাতের তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বাড়বে কুয়াশাও। শহর ও শহরতলিতে ভোরবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। জেলার দিকে সকালের দিকে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যেতে পারে। বেলা বাড়লে তাপমাত্রা ও আর্দ্রতার কারণে অস্বস্তি অনুভূত হতে পারে।

উত্তরবঙ্গেও একই ছবি। পাহাড়ি অঞ্চলে কুয়াশার দাপট আরও বেশি থাকবে, বিশেষত সকালবেলায়। দৃশ্যমানতা কমে যাওয়ায় গাড়ি চলাচলেও কিছুটা সমস্যা হতে পারে। যদিও কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
হঠাৎ তাপমাত্রার ঊর্ধ্বমুখী হওয়ায় হতাশ শীতবিলাসীরা। শীতের আগমনী সুর শরীরে অনুভব করতে শুরু করতেই পারদ বাড়ায় তাঁদের উৎসাহে খানিকটা ভাটা পড়েছে। তবে আবহাওয়াবিদদের মতে, সপ্তাহের শেষে আবার তাপমাত্রা নামতে পারে। 

 

Read more!
Advertisement
Advertisement