এক সপ্তাহের বেশি সময় ধরে তাপপ্রবাহের পুড়ছে কলকাতা। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রা রয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরেই। অবশেষে সুখবর নিয়ে এসেছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের সাতটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এ ছাড়াও দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও মিলবে বৃষ্টির দেখা। শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে।
দক্ষিণবঙ্গের সাতটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এ ছাড়াও দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও মিলবে বৃষ্টির দেখা। শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে।
আজ, শুক্রবারও কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে। তাপপ্রবাহের পরিস্থিতি চলবে।
প্রবল গরম অনুভূত হবে। কড়া রোদ উঠবে। তারই সঙ্গে আর্দ্রতা থাকবে, অস্বস্তি থাকবে। বিকেলের দিকে হাওয়া বইতে পারে। রাতে কোথাও কোথাও আকাশ মেঘলা থাকবে। গরম অনুভূত হবে।
আরও পড়ুন-সপ্তাহান্তে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কবে?