Advertisement

West Bengal Weather: অবশেষে বাংলা থেকে বর্ষার বিদায়, শীত কবে পড়বে? রইল আবহাওয়ার আপডেট

অবশেষে বাংলা থেকে বর্ষা বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু করল। নতুন করে আর বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। কেমন থাকবে চলতি সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া? কবে থেকে শীতের আমেজ শুরু হবে? রইল আবহাওয়ার আপডেট...

আবহাওয়ার খবর আবহাওয়ার খবর
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Oct 2025,
  • अपडेटेड 6:55 AM IST
  • নতুন করে আর বৃষ্টির সম্ভাবনা নেই
  • বাংলা থেকে অবশেষে বর্ষা বিদায়
  • এবার শীত পড়ার পালা

সোমবারই সেই বহু প্রতীক্ষিত দিন। এদিন থেকেই বাংলা থেকে পাকাপাকি ভাবে বিদায় নেওয়ার পালা শুরু করবে চলতি বছরের বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্যের কিছু অংশ থেকে বর্ষা বিদায়ের সবরকম অনুকূল পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। 

বর্ষা বিদায়
মৌসম ভবন জানিয়েছে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ থেকে ইতিমধ্যেই বর্ষা বিদায় নিয়েছে। এবার মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, সিকিম, ওড়িশা, তেলঙ্গানা এবং অবশ্যই পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হতে চলেছে। 

ঘূর্ণাবর্তের চোখরাঙানি
এদিকে, ঘূর্ণাবর্ত যেন কিছুতেই পিছু ছাড়ছে না বঙ্গের। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার প্রভাবে উত্তরবঙ্গের দু'একটি জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার রয়েছে সেই তালিকায়। মাঝারি কুয়াশায় দেখা যেতে পারে এই ৪ জেলায়। রবিবার দক্ষিণবঙ্গের দু'একটি জেলায় সামান্য বৃষ্টিপাত হলেও সোমবার থেকে দক্ষিণের জেলাগুলিতে হাল্কা বৃষ্টিরও আর সম্ভাবনা নেই। সব জেলাতেই মোটামোটি শুষ্ক আবহাওয়া থাকবে। মঙ্গলবার থেকে উত্তর এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। 

শীত কবে থেকে পড়বে?
সাধারণত বাংলায় ঘরে ঘরে সোয়েটার, লেপ-কম্পল বের হলেও শীত পড়তে পড়তে ডিসেম্বর হয়ে যায়। তবে অনেক ক্ষেত্রেই অক্টোবরের শেষ এবং নভেম্বরের শুরুতে শীত শীত ভাব অনুভূত হতে থাকে। যদিও জলীয় বাষ্পের দাপট না কমলে বাতাস শুষ্ক হয় না। সে কারণেই বর্ষা বিদায়ের জন্য অপেক্ষা রয়েই যাচ্ছিল। বরের প্রথম সপ্তাহেই পাহাড়ে তুষারপাতের চিত্র দেখা গিয়েছে উত্তর পশ্চিম ভারতে। কাশ্মীর, হিমাচল প্রদেশের বড় অংশ তো বটেই, তুষারপাত দেখা গিয়েছে উত্তরাখণ্ডেও। কেদারনাথ থেকে গুলমার্গ, মানালি ধবধবে সাদা বরফে ঢাকা পড়েছে। তুষারপাত হয়েছে সিকিমেও। হাওয়া অফিস বলছে আচমকা পশ্চিমী ঝঞ্ঝার আগমণের কারণেই এই ছবি তবে অক্টোবরের শুরুতে এভাবে পশ্চিমী ঝঞ্ঝা সাধারণত দেখা যায় না। এই তুষারপাতের জেরে ঠান্ডা শীতল বাতাস পেতে শুরু করে দিচ্ছে দিল্লি, পঞ্জাবের বড় অংশ। চলতি বছর এমনিতেই লা নিনার প্রভাবে স্বাভাবিকের থেকে বেশি ঠান্ডা পড়ার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। এবার দেখার বাংলায় কবে থেকে শীতের আগাম আমেজ শুরু হয়।  জেলায় জেলায় শীত আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সকাল এবং সন্ধ্যায় সামান্য ঠান্ডা অনুভূত হচ্ছে। মাসের শেষের দিকে তাপমাত্রা আরও কমলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement