আগামীকাল ১১ ডিসেম্বর রবিবার প্রাথমিকের টেট পরীক্ষা (West Bengal Primary TET 2022)। ১১ হাজারেরও বেশি পদে নিয়োগ করা হবে। পরীক্ষায় বসবেন প্রায় ৭ লাখ চাকরিপ্রার্থী। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education) পরীক্ষার নির্বিঘ্নে সম্পন্ন করতে নানা ব্যবস্থা নিয়েছে। চলুন জেনে নেওয়া যাক টেট পরীক্ষার দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে। মেঘের লুকোচুরি চলবে নাকি বৃষ্টি হবে? জেনে নিই আবহাওয়ার পূর্বাভাস (West Bengal Weather Update)।
আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD Kolkata) মতোই বাংলায় ধাক্কা খেল শীত। দক্ষিণ ভারতে ঘূর্ণিঝড় মানদৌসের (Cyclone Mandous) পরোক্ষ প্রভাবে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প ছুকছে বাংলায়। আর সেই কারণে রাতের তাপমাত্রা এক ধাক্কায় বাড়ল ২ ডিগ্রি। আজ সকালে কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল এই তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা এই মরশুমের শীতলতম দিন। সর্বোচ্চ তাপমাত্রাও ১ ডিগ্রি বেড়েছে। বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিন রাতের তাপমাত্রার আর সেরকম কোনও হেরফের হবে না। অর্থাৎ আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা এরকমই ২-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। ফলে শীতের অনুভূতিতে ক্ষণিক বিরতি হবে। আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। তবে, কোথাও কোথাও মেঘলা হতে পারে খানিক সময়ের জন্য। সোমবার পর্যন্ত মেঘের লুকোচুরি চলবে। আগামী পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
কাল বেলা ১২টা থেকে পরীক্ষা শুরু হবে। চলবে দুপুর আড়াইটে পর্যন্ত। যদিও প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। তাই ছুটির দিনেই রাস্তায় ভিড় থাকবে সকাল থেকেই। পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যায় না পড়তে হয় তাই কোমর বেঁধে নামছে রাজ্য পরিবহন দফতর। জানা গিয়েছে, রবিবার সকালেই পথে নামবে ২ হাজারের বেশি সরকারি বাস। ৩৬ হাজার বেসরকারি বাস তো থাকছেই। সব মিলিয়ে ৩৮ হাজার বাস নামবে রাস্তায়। ফেরি পরিষেবাও কাজের দিনের মতো সচল রাখতে বলা হয়েছে। অতিরিক্ত মেট্রো চালাবে কলকাতা মেট্রো রেল। ৭ মিনিট অন্তর মেট্রো চলবে। বিকেলে ১০ মিনিট অন্তর মেট্রো চালানো হবে।
পূর্ব রেলও রবিবার ১৬ জোড়া অতিরিক্ত লোকাল ট্রেন চালাবে শিয়ালদা ডিভিশনে। শিয়ালদা-ব্যারাকপুর, শিয়ালদা-ডানকুনি, শিয়ালদা-মধ্যমগ্রাম, শিয়ালদা-বারাসাত, শিয়ালদা-দত্তপুকুর, শিয়ালদা-বজবজ, শিয়ালদা-ক্যানিং, শিয়ালদা-বারুইপুর, শিয়ালদা-সোনারপুর, শিয়ালদা-হাসনাবাদ লাইনে অতিরিক্ত ট্রেন চালানো হবে। হাওড়া, মালদা-সহ অন্য ডিভিশনে পরিষেবা থাকবে স্বাভাবিক।