
বড়দিনের আগেই বঙ্গবাসীকে শীত উপহার দিয়েছে সান্তা। রবিবার ছিল কলকাতায় চলতি মরশুমের শীতলতম দিন। তাপমাত্রা নেমেছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। গত ১২ ঘণ্টায় দক্ষিণবঙ্গ জুড়েই পারদ পতন হয়েছে অনেকটা। উত্তুরে হাওয়ার অবাদ প্রবেশে জমাটি ঠান্ডা পড়েছে জেলায় জেলায়। ডিসেম্বরের শেষ সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?
বড়দিন, বর্ষবরণে কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিসের আগামী ৪ দিনের পূর্বাভাস বলছে, তাপমাত্রায় আহামরি পরিবর্তন না হলেও ২৪ ডিসেম্বর থেকে কনকনে শীতের আমেজ থাকবে রাজ্যজুড়েই। কিছু জেলায় রাতের তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি নেমে যেতে পারে। গতি পাবে উত্তুরে হাওয়া।
সোমবার রাতে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই রাতের তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। তবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যেতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ধীরে ধীরে নামছে তাপমাত্রা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে শীতের দাপট আরও বাড়বে চলতি সপ্তাহে। পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে।
তবে তাপমাত্রার পতনের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়বে কুয়াশার দাপট। কমবে দশ্যমানতা। কোথাও কোথাও তা ৫০ মিটারেও নেমে যেতে পারে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তুরে হাওয়া এই মুহূর্তে অবাধে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। তাই শীতের পথে কোনও বাধা আপাতত নেই।
কলকাতার আবহাওয়া
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি। রবিবার ভোরে তা কমে হলো ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৫.২ ডিগ্রি কম। পরবর্তী ৪ দিনে শহরের তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। ভোরের দিকে কুয়াশা দেখা যাবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা কিছুটা বৃদ্ধি পাবে। সঙ্গে বইবে কনকনে হাওয়া। বেলা গড়ালেও মৃদু রোদের মাঝেও এই হাওয়ার দাপট জারি থাকবে।