Advertisement

Christmas 2025: ১২-১৩ ডিগ্রিতে নামবে কলকাতার তাপমাত্রা, ২৫ ডিসেম্বর কোন জেলায় কতটা পারদ পতন?

কলকাতায় আরও ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা রয়েছে বছরের শেষ লগ্নে। ক্রিসমাসের দিন ডিসেম্বরের শহরে কতটা শীত পড়বে? জেলায় জেলায় কতটা নামবে পারদ? জেনে নিন আবহাওয়ার আপডেট...

ক্রিসমাসে কেমন ঠান্ডা পড়বে বাংলায়? ক্রিসমাসে কেমন ঠান্ডা পড়বে বাংলায়?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Dec 2025,
  • अपडेटेड 6:59 AM IST
  • ১২-১৩ ডিগ্রিতে নামবে কলকাতার তাপমাত্রা
  • ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা
  • জেলায় জেলায় কতটা নামবে পারদ?

বড়দিনের আগে ফুল ফর্মে শীত। হু হু করে বইছে উত্তুরে হাওয়া, কনকনে ঠান্ডায় কলকাতা সহ জেলায় জেলায়। সান্তার আগমনের সময় যত এগোচ্ছে ততই শীত আরও জমাটি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২-৩ দিনে আরও ২-৩ ডিগ্রি পারদ পতন হবে দক্ষিণবঙ্গে। কলকাতার তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসে। বড়দিনে বড় উপহার পেতে চলেছেন শীতপ্রেমীরা।

কলকাতায় আরও বাড়বে শীত

ডিসেম্বরের শহরে জাঁকিয়ে ঠান্ডা। গত রবিবার ছিল এ মরশুমের শীতলতম দিন। সেদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে দাঁড়ায় ১৫.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। তবে হতাশ হওয়ার কোনও কারণ নেই। হাওয়া অফিস জানাচ্ছে, বড়দিনের আগে রাজ্যে আরও পারদপতন হতে পারে। এমনকী কলকাতার তাপমাত্রা নেমে যেতে পারে ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসে।

এত দিন ধরে ভোরের দিকে তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়তেই তাপমাত্রা বেড়ে যাচ্ছিল। ডিসেম্বরের মাঝামাঝি এসেও জাঁকিয়ে শীতের দেখা মিলছিল না। তবে শনিবারের পর থেকে চিত্রটা ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে। সকালের দিকে কুয়াশা, সঙ্গে দিনভর উত্তুরে হাওয়ার দাপট চলছে। ফরে শীতে জবুথবু কলকাতা থেকে জেলার বাসিন্দারা। কুয়াশায় ঢেকেছে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা।

দুই বঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার দাপট বজায় থাকবে আপাতত। ঘন কুয়াশার সতর্কতা জারি করা করেছে আলিপুর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা কিছুটা বাড়তে পারে।

বড়দিনে কোন জেলায় কত তাপমাত্রা থাকবে?

লকাতা থেকে শুরু করে জেলার পর জেলা, প্রশ্ন একটাই, ক্রিসমাসে কি জাঁকিয়ে শীত থাকবে? আর বছর শেষের দিনগুলোয় কতটা ঠান্ডা পড়তে পারে? পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে ঘন কুয়াশা দেখা যাবে। আপাতত রাজ্যজুড়ে আবহাওয়া শুষ্ক থাকবে। মঙ্গলবার কলকাতা ও আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। ২৫ ডিসেম্বর তাপমাত্রা নেমে পৌঁছ যেতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। পুরুলিয়া, বাঁকুড়া বা পশ্চিম বর্ধমানে ২৫ ডিসেম্বর এবং তার পরবর্তী ২-৩ দিনে ৯ ডিগ্রিতে নামতে পারে পারদ। ২৫ ডিসেম্বর দার্জিলিংয়ের সম্ভাব্য সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি থাকতে পারে। শিলিগুড়ির ১১ ডিগ্রি, মুর্শিদাবাদ, বহরমপুর,আসানসোলের ক্ষেত্রে ১২ ডিগ্রি, বিষ্ণুপুরের ক্ষেত্রে ১১ ডিগ্রি, হাওড়া, মেদিনীপুরে ১৩ ডিগ্রি, দিঘা, সুন্দরবন, ডায়মন্ড হারবার, আলিপুরের ক্ষেত্রে ১৪ ডিগ্রিতে নামতে পারে পারদ।

Advertisement

Read more!
Advertisement
Advertisement