Advertisement

Weather Update: পুজো শপিংয়ের প্ল্যান মাটি হওয়ার আশঙ্কা, রবিতে বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গেই চলবে বজ্রপাত। কলকাতা সহ দক্ষিণবঙ্গে কতদিন চলবে বৃষ্টি? উত্তরবঙ্গের আবহাওয়ার কী পরিস্থিতি? কেমন থাকবে আগামী সপ্তাহের আবহাওয়া? রইল আবহাওয়ার লেটেস্ট আপডেট...

আবহাওয়ার আপডেটআবহাওয়ার আপডেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Aug 2025,
  • अपडेटेड 10:42 AM IST
  • রবিতে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস
  • কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?
  • কতদিন চলবে বৃষ্টি?

পুজো শিপিংয়ের প্ল্যানিং থাকলে ছাতা নিয়ে বের হতে ভুলবেন না। আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, রবিতে ফের বৃষ্টি নামতে পারে শহরে। সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা। শনিতে দিনভর চড়া রোদের দেখা মিললেও এদিন ভোর থেকেই আকাশ মেঘলা। পূর্বাভাস অনুযায়ী, কিছুক্ষণের মধ্যেই কয়েক পশলা বৃষ্টি নামতে পারে কলকাতায়। 

নিম্নচাপের অবস্থান
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছিল তা পশ্চিমে সরে গিয়েছে। ফলে পশ্চিমবঙ্গের উপর তার কোনও প্রভাব পড়বে না আর। তা সত্ত্বেও কেন বৃষ্টির পূর্বাভাস? হাওয়া অফিস জানাচ্ছে, একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে কয়েকটি জেলার উপর। মৌসুমী অক্ষরেখাও এখনও সক্রিয়। ফলে বঙ্গোপসাগরের দিক থেকে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। এতেই তৈরি হচ্ছে বৃষ্টি নামার পথ প্রশস্ত হয়েছে। তবে আগের চেয়ে পরিমাণ কম থাকবে বৃষ্টির। 

অন্যদিকে, পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এখনও ঝোড়ো হাওয়া বইছে। দক্ষিণ ওড়িশা উপকূলেও সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের। গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি
উত্তরের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে হতে পারে ভারী বর্ষণ। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, সোমবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কোন কোন জেলায় বৃষ্টিপাত?
রবিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই তিন জেলায়। এছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং নদিয়ার বৃষ্টির সতর্কবার্তা জারি রয়েছে। তালিকা থেকে বাদ পড়েনি কলকাতাও। সোমেও এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলে বৃষঅটি হতে পারে হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং বাঁকুড়ায়। মঙ্গলের পর থেকে ফের কমবে বৃষ্টিপাত। দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধসের অ্যালার্টও জারি রয়েছে। সিকিমেও ধসের আশঙ্কা। নীচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বেড়েছে। পাশাপাশি, ভারী বৃষ্টির কারণে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় দৃশ্যমানতাও কম থাকবে।

Advertisement

অন্যান্য রাজ্যের পরিস্থিতি
তেলঙ্গানাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এই রাজ্যের কিছু কিছু এলাকায় ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। উত্তরে জম্মু ও কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। এদিকে,ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, ওড়িশা, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশেও অতিভারী বৃষ্টির আশঙ্কা। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লিতে ভারী বৃষ্টি হবে রবিবার। বিহার, রাজস্থান ও গুজরাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কর্নাটক, কেরল ও গোয়াতে ভারী বৃষ্টি হবে এদিন। 

 

Read more!
Advertisement
Advertisement