Advertisement

BJP State President Election: চলতি সপ্তাহে রাজ্য সভাপতি বাছতে পারে BJP, সুকান্তর জায়গায় অন্য কেউ? জল্পনা

আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। এখন থেকেই ঘর গোছাতে শুরু করেছে সব পক্ষই। এদিকে বিধানসভা ভোটের আগে রাজ্য বিজেপির সভাপতি পদে বদল হতে পারে বলে জল্পনা চলছে অনেকদিন ধরেই। মনে হচ্ছে এবার সেই জল্পনার অবসান হতে চলেছে। কারণ আগামী ৩ জুলাই বৃহস্পতিবার এই নিয়ে নির্বাচন হতে চলেছে। তারপরেই ঘোষণা হতে পারে বিজেপির পরবর্তী বঙ্গ রাজ্য সভাপতির নাম।

 চলতি সপ্তাহে রাজ্য সভাপতি বাছতে পারে BJP চলতি সপ্তাহে রাজ্য সভাপতি বাছতে পারে BJP
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jul 2025,
  • अपडेटेड 2:18 PM IST

আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। এখন থেকেই ঘর গোছাতে শুরু করেছে সব পক্ষই। এদিকে বিধানসভা ভোটের আগে রাজ্য বিজেপির সভাপতি পদে বদল হতে পারে বলে জল্পনা চলছে অনেকদিন ধরেই। মনে হচ্ছে এবার সেই জল্পনার অবসান হতে চলেছে। কারণ আগামী ৩ জুলাই বৃহস্পতিবার এই নিয়ে নির্বাচন হতে চলেছে। তারপরেই ঘোষণা হতে পারে বিজেপির পরবর্তী বঙ্গ রাজ্য সভাপতির নাম। 

প্রসঙ্গত, ভারতীয় জনতা পার্টি  সোমবার বেশ কয়েকটি রাজ্যে নতুন রাজ্য সভাপতি নিয়োগ করেছে। পাশাপাশি বঙ্গ বিজেপিতে পরবর্তী রাজ্য সভাপতি নিয়ে চলমান জল্পনার মধ্যে, দলের কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বিজেপি সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর   প্রসাদকে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক নিযুক্ত করা হয়েছে। বিজেপি সূত্রের খবর, রবিশঙ্কর প্রসাদ  বাংলায় একটি বিশেষ প্রক্রিয়ার আওতায় রাজ্য সভাপতি নির্বাচনের কাজ শুরু করবেন। এই প্রক্রিয়ায়, বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাঁর পদে থাকবেন নাকি অন্য কাউকে এই দায়িত্ব দেওয়া হবে তা স্থির করা হবে। 

রবিশঙ্কর প্রসাদ রাজ্য সভাপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা নেবেন, তারপরে নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত নাম সামনে আসবে। রাজ্য সভাপতি নির্বাচনের পাশাপাশি, রবিশঙ্কর প্রসাদ বিজেপির জাতীয় পরিষদে বাংলা থেকে কাকে অন্তর্ভুক্ত করা হবে তাও স্থির করবেন। বিজেপির সাংগঠনিক কাঠামো বা দলের গঠনতন্ত্রে যে কোনও পরিবর্তনের জন্য জাতীয় পরিষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিজেপি সূত্রের খবর, পশ্চিমবঙ্গে সভাপতি পদের নির্বাচন জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। 

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে আগামী বছর নির্বাচন। এই আবহে 'এক ব্যক্তি, এক পদ' নীতিতে সুকান্ত মজুমদারকে আর রাজ্য সভাপতি রাখা হবে না বলে মনে করা হচ্ছে।   রাজ্য বিজেপিতে সভাপতি পদে সুকান্ত মজুমদারের উত্তরসূরি কে? তা নিয়ে জোর জল্পনা রয়েছে গেরুয়া শিবিরের অন্দরেই। পরবর্তী রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে বারবার বৈঠকও করেছে বিজেপির কোর কমিটি। বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগেই জানিয়েছেন, নতুন রাজ্য সভাপতি নিয়োগ কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করে।  এই জল্পনার মাঝেই রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে জেপি নড্ডা তাঁর বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন। এই আবহে শমীককে রাজ্যের পরবর্তী রাজ্য সভাপতি করা হতে পারে কি না, তা নিয়েও জল্পনা তুঙ্গে।

Advertisement

 বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল জানিয়ে দিয়েছেন, বাংলায় ২ জুলাই সভাপতি নির্বাচনের জন‍্য মনোনয়ন পেশ এবং ৩ জুলাই সভাপতির নাম ঘোষণা। গত শনিবার রাজে এক দলীয় কর্মসূচিতে বিজেপির এরাজ্যের পর্যবেক্ষক সুনীল বনসল জানান ২ জুলাই বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের মনোনয়ন হবে। আর ৩ জুলাই হবে নাম ঘোষণা। এর পরই উঠে আসে ৩ জনের নাম। তাদের মধ্যে সবচেয়ে বেশি চর্চায় শমীক ভট্টাচার্য। এছাড়া জ্যোতির্ময় সিং মাহাতো ও অগ্নিমিত্রা পালের নামও শোনা যাচ্ছে। এরই মধ্যে সোমবার দিল্লি যান শমীক। জানা যায়, সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে যাচ্ছেন তিনি। কিন্তু বেলা বাড়লে দিল্লি থেকে খবর আসে বিজেপি সভাপতি জেপি নড্ডার বাসভবনে গিয়েছেন তিনি। সেখানে হাজির ছিলেন  বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। সূত্রের খবর, সব ঠিক থাকলে বুধবার মনোনয়ন পেশ করবেন শমীকবাবু একাই। বৃহস্পতিবার পরবর্তী রাজ্য সভাপতি হিসাবে তাঁর নাম ঘোষণা করবে কেন্দ্রীয় নেতৃত্ব। প্রসঙ্গত, জুলাই মাসেই সর্বভারতীয় সভাপতির নাম চূড়ান্ত করতে চাইছে বিজেপি নেতৃত্ব। বিজেপির সংবিধান অনুসারে, জাতীয় সভাপতির নির্বাচন তখনই শুরু হতে পারে যখন ৩৭টি রাজ্যের মধ্যে কমপক্ষে ১৯টিতে রাজ্য সভাপতি নির্বাচিত হন। সোমবার পর্যন্ত, ১৬টি রাজ্যে নতুন সভাপতি ঘোষণা করা হয়েছে এবং মঙ্গলবার এই সংখ্যা ১৯ ছাড়িয়ে যাবে, যা জাতীয় সভাপতি নির্বাচন প্রক্রিয়ার পথও প্রশস্ত করবে।

Read more!
Advertisement
Advertisement