২০২৪ সালের লোকসভা ভোটে ইভিএম হ্যাক করার পরিকল্পনা করছে বিজেপি। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ইভিএম হ্যাকের চেষ্টা যে করা হচ্ছে তার কিছু প্রমাণ পেয়েছেন তিনি। ইন্ডিয়া জোটের আগামী বৈঠকে আলোচনা করা হবে।
সাংবাদিক বৈঠকে ইভিএম নিয়ে একটি প্রশ্নের জবাবে এ দিন মমতা বলেন,'ওরা (বিজেপি) এখন থেকে প্ল্যানিং করছে। ইভিএম হ্যাক করার চেষ্টা করছে বলে শুনেছি। আমরাও কিছু প্রমাণ পেয়েছি। কিছু খুঁজছি। এটা নিয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে আলোচনা হবে।'
ভোটে জেতার জন্য বিজেপি হিংসা ছড়ায় বলেও অভিযোগ মমতার। তাঁর কথায়,'বিজেপির অভিধান সন্ত্রাসের। নতুন শব্দ এনেছে। মাঝে মাঝে আমাদের লজ্জা লাগে। দলিত, সংখ্যালঘু, আদিবাসীদের উপর অত্যাচার করছে। কখনও রিপোর্টারকে ডেকে জিজ্ঞেস করছে, তুমি হিন্দু না মুসলিম, শিখ না খৃষ্টান! ওদের হিংসা ছাড়া কোনও গতি নেই।'
বিজেপি সব কিছুকে গেরুয়াকরণ করে দিচ্ছে বলেও অভিযোগ মমতার। তিনি বলেন,'সব কিছুকে গেরুয়া করে দিচ্ছে। আরে গেরুয়া রং আমরা অপছন্দ করি না। কাল দেখলাম পেট্রোল পাম্পে গেরুয়া পোশাক পরে দুটি মেয়ে দাঁড়িয়ে। সব পেট্রোল পাম্পে। বাইপাসে যত মেট্রো স্টেশন দেখুন আধা গেরুয়া করে দিয়েছে। ৩৬টি স্টেশন অত্যাধুনিক করা আসলে গেরুয়া করার প্ল্যান। গেরুয়া ত্যাগের প্রতীক। এটা অত্যাচারের প্রতীক হিসেবে ব্যবহার করলে মানুষ গ্রহণ করবে না।'
বিরোধীদের জোটই আগামী লোকসভায় জিতবে বলেও জানান মমতা। অমিত শাহের একটি মন্তব্যের পাল্টা মুখ্যমন্ত্রী বলেন,'দিল্লি ভারতের রাজধানী। আমরা দিল্লিতে জিতব। তার মানে ইন্ডিয়া জোট জিতবে। দেশকে বাঁচাতে ইন্ডিয়া জোট গঠন করা হয়েছে। সাম্প্রদায়িকতা, বেকারত্বের বিরুদ্ধে এই জোট। এই ইন্ডিয়া জোট মাতৃভূমির জন্য। এনডিএ জোটের কোনও মূল্য নেই। সব শরিক বেরিয়ে গিয়েছে। এটা আমাদের নতুন জোট। আমরাই দিল্লিতে সরকার গড়ব।'