চিন, জাপান, দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে মাথাচাড়া দিয়েছে কোভিড সংক্রমণ। নড়েচড়ে বসেছে ভারত সরকারও। সব রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে। জোর দেওয়া হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ে। নতুন করে কি মাস্ক, স্যানিটাইজারের মতো বিধিনিষেধ আরোপ করা হবে? বৃহস্পতিবার রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এই প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন মুখ্যমন্ত্রী বলেন,'করোনা পরিস্থিতির উপর নজর রাখছি। একটি কমিটিও গঠন করেছি। দিল্লি ও কেরলে করোনার নতুন করে করোনা মিলেছে। দিল্লি থেকে কলকাতা আসতে কতক্ষণ লাগবে! যদি আসে আমরা মোকাবিলা করব। মনে করেছিলাম, করোনা শেষ হয়ে গিয়েছে। এরপর চিনে হচ্ছে করোনা।'
গঙ্গাসাগর মেলা কি হচ্ছে এবার? মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন,নির্দিষ্ট নিয়ম মেনে কোভিডের মাঝে গঙ্গাসাগর মেলা হয়েছিল। তাঁর কথায়,'কোভিড হলেও এবার গঙ্গাসাগরের মেলা হবে।'
বড়দিন ও নববর্ষ উপলক্ষে প্রচুর মানুষ জমায়েত হন পার্কস্ট্রিট ও সংলগ্ন এলাকায়। তাতে কি রাশ টানা হবে? কোনও বিধিনিষেধ আরোপ করার দিকে কি এগোচ্ছেন? মমতার সাফ কথা,'আমরা এগোচ্ছি না। আমাদের এখানে একদম কিছু নেই। যদি হয় আমরা সতর্কতামূলক ব্যবস্থা নেব। মানুষ উৎসব পালন করবে না! যেহেতু করোনা হচ্ছে না লোকে ফ্রি ঘুরছে। আসলে আসলে আমরা বলব মাস্ক পরুন। এত লোককে বলা সম্ভব নয়। লক্ষ লক্ষ লোক যায়। এখনও বাংলায় যেহেতু আসেনি,সেজন্য আগে থেকে আসবে ধরে নিতে চাই না। পরিস্থিতির দিকে নজর রাখছি। সেরকম হলে সময়মতো ব্যবস্থা নেব।'
২০২০ সালে মমতা অভিযোগ করেছিলেন,'কেন্দ্রীয় সরকার আগেভাগে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করে দিলে দেশে সংক্রমণ ছড়াত না।' এই প্রসঙ্গে এবার তাঁর সংযত মন্তব্য,'এটা আমি জানি না। এটা বিদেশমন্ত্রকের ব্যাপার।'