Advertisement

Mamata Banerjee: 'বলতে পারে আমি ঝগড়ুটে তাই ঝগড়া করার জন্য যাইনি', মোদী-সাক্ষাতে মমতার ব্যাখ্যা

সামন্তরাজাদের মতো আচরণ করছে বিজেপি। কেউ মুখ খুললে ইডি-সিবিআই পাঠিয়ে দিচ্ছে। সংসদ থেকে বের করে দেওয়া হচ্ছে, বিজেপিকে নিশানা মমতার।

মমতা বন্দ্যোপাধ্যায়।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Mar 2023,
  • अपडेटेड 3:58 PM IST
  • কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ।
  • মমতার নিশানায় মোদী।

প্রধানমন্ত্রীর কাছে গিয়ে দরবার করেও মেলেনি বকেয়া ডিএ। বৃহস্পতিবার ধর্নামঞ্চ থেকে আরও একবার বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,'রাজ্য থেকে জিএসটি তুলে নিয়ে যাচ্ছে। অথচ আমাদের প্রাপ্য দেওয়া হচ্ছে না। দু'বছর ধরে বারবার করে বলেছি।'

প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার দেখা করে বাংলার প্রাপ্য চেয়েছেন মমতা। অথচ সাড়া মেলেনি। এ দিন তিনি মনে করিয়ে দেন,'তিনবার আমি নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছি। যাতে বিজেপি বলতে না পারে যে আমি ঝগড়ুটে তাই ঝগড়া করার জন্য যাইনি। আমি সৌজন্যের শেষ খেলা দেখিয়েছি। সৌজন্যতা দেখিয়ে প্রধানমন্ত্রীকে বলে এসেছি। আমাদের দলের সাংসদরা বলেছেন। দিনের পর দিন আন্দোলন করেছেন। আমারা আন্দোলন করেছি। ধর্না দিয়েছি। অনুরোধ করেছি। মন্ত্রীদের পাঠিয়েছি। চিঠি দিয়েছি। দু'বছর চলে গেল যা পেতাম তাও বাদ! হরেকরকমবা। নেই কাজ তো খই ভাজ।'

বিরোধী রাজ্যগুলির সঙ্গে বঞ্চনা করা হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা। বলেন,'কোন অধিকারে বাংলার অধিকার কেড়ে নেওয়া হয়? পঞ্জাবের অধিকার নেওয়া হয়? ইউপি, গুজরাট, মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যের স্কিমে টাকা দেওয়া ছাড়া অন্যান্য রাজ্যে অনেক স্কিম বন্ধ হয়েছে। সবচেয়ে বেশি স্কিম বন্ধ হয়েছে আমাদের এখানে। ৬৩টি স্কিম বন্ধ হয়েছে। আমাদের কন্যাশ্রী, মেধাশ্রীর মতো পিএম শ্রী চালু করেছে। এত প্রোগ্রাম করেও হয়নি! বাবাহ, কন্যা একটা বাচ্চা তাদের সৌন্দর্যকে শ্রী বলি। এখন আবার পিএম শ্রী। শ্রী পিএম স্কিমটার নাম হওয়া উচিত।'

আরও পড়ুন- 'কলকাতা, আমরা আসছি,' ঘোষণা Infosys-এর, কত লগ্নি?

মমতা আরও বলেন,'সামন্তরাজাদের মতো আচরণ করছে বিজেপি। কেউ মুখ খুললে ইডি-সিবিআই পাঠিয়ে দিচ্ছে। সংসদ থেকে বের করে দেওয়া হচ্ছে। নির্বাচনের সময় বড় বড় কথা। আর বাংলাকে বলছে ভাতে মারো। একশো দিনের কাজ, গ্রামের সড়ক যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। বাংলা আবাস যোজনায় ১১ লক্ষ অনুমোদন করেছে। ১০৭টা টিম এসেছে কিচ্ছু পাইনি। অনুমোদন দেওয়ার পরেও টাকা দেয়নি।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement