Advertisement

Mamata Banerjee On Maha Kumbh : ১৪৪ বছর পরে কুম্ভ হচ্ছে এটা ঠিক নয়, ১২ বছর অন্তর হয় : মমতা

১২টি পূর্ণকুম্ভের পর আয়োজিত হয় মহাকুম্ভ। অর্থাৎ ১৪৪ বছরে একবার মহাকুম্ভের আসর বসে। এবারও ১৪৪ বছর পর মহাকুম্ভর আসর বসেছে বলে সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। তবে এই দাবি ঠিক নয় বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

Mamata BanerjeeMamata Banerjee
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Feb 2025,
  • अपडेटेड 5:48 PM IST
  • ১৪৪ বছর পরে কুম্ভ হচ্ছে এটা ঠিক নয়
  • প্রতি ১২ বছর অন্তর কুম্ভ হয়, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

১২টি পূর্ণকুম্ভের পর আয়োজিত হয় মহাকুম্ভ। অর্থাৎ ১৪৪ বছরে একবার মহাকুম্ভের আসর বসে। এবারও ১৪৪ বছর পর মহাকুম্ভর আসর বসেছে বলে সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। তবে এই দাবি ঠিক নয় বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মঙ্গলবার তিনি নবান্নে সাংবাদিক বৈঠক করে দাবি করেন, ১৪৪ বছর পরে এই কুম্ভ হচ্ছে এমনটা ঠিক নয়। কুম্ভ প্রতি ১২ বছর অন্তর হয়। 

মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'গঙ্গাসাগর প্রতিবার হয়। কুম্ভ ১২ বছর অন্তর হয়। আমি যেটুকু জানি, পুরীর মন্দিরে যে নিম কাঠের ঠাকুর হয় তাতে অনেক নিয়ম কানুন আছে। আমি যেটুকু জানি সম্ভবত, পুরীর মন্দিরের নিম কাঠের মূর্তি পরিবর্তন করা হয় ১২ বছর অন্তর। দৈত্যপতিরা তা করে থাকেন। এক একটা জায়গায় এক একটা  নিয়ম আছে। কাজেই যারা বলছেন ১৪৪ বছর পরে হচ্ছে...২০১৪ সালেও হয়েছে। আমি যতটুকু শুনেছি। আমার যদি ভ্রান্তি থাকে তাহলে আপনারা আমাকে শুধরে দেবেন।' 

তারপরই মুখ্যমন্ত্রীর সংযোজন, '১৪৪ বছর পর কুম্ভ হচ্ছে এটা ঠিক নয়। মিডিয়াকে কন্ট্রোল করছেন বলে, অনেক মানুষ মারা গেছেন। অনেক পরিবার ৬ জায়গায় পদপিষ্ট হয়ে মারা গেছেন। যাঁরা স্নান করছেন তাঁদের নিয়ে আমি একটা কথাও বলছি না। সবার নিজের নিজের বিশ্বাস রয়েছে। ভক্তদের নিয়ে আমি একটা কথাও বলছি না। ধর্ম যার যার আপনার। যে যেটা বিশ্বাস করে সেটা তার। ১৪৪ বছর পরে আবার কুম্ভ হবে বা ১৪৪ বছর আগে হয়েছে এটা ঠিক নয়। যাঁরা বিজ্ঞ আছেন তাঁদের কাছে আমরা অনুরোধ করব, সঠিক তথ্যটা তুলে ধরুন।' 

নবান্ন থেকে এদিন উত্তরবঙ্গ নিয়েও একগুচ্ছ ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, যে ৬টি চা  বাগান বিভিন্ন কারণে বন্ধ ছিল সেগুলো ৩ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে। যদি ঠিকঠাক চলে তাহলে ৩০ বছরের জন্য লিজ দেওয়া হবে। 

Advertisement

মুখ্যমন্ত্রীর দাবি, টি ট্যুরিজম পলিসি নিয়ে উত্তরবঙ্গে চা শ্রমিকদের মধ্যে অনেকে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছেন। তবে চা বাগানের জমি কাউকে বিক্রি করা হবে না। তা সাফ করে দেন মুখ্যমন্ত্রী। বলেন, 'চা বাগানের জমি কাউকে বিক্রি হবে না। পুরোটাই লিজে। যে সব জমিতে চা হচ্ছে না, জমি পড়ে আছে, সেক্ষেত্রে আমরা অ্যালাউ করেছিলাম ১৫ শতাংশ পর্যন্ত টি ট্যুরিজম। এছাড়াও আদিবাসীদের জমি কাউকে দেওয়া হবে না। আদিবাসীদের জমি নিয়ে কঠোর আইন রয়েছে। তাদের জমিতে কেউ হাত দিতে পারবে না। সরকার তা অতীতে নিশ্চিত করে এসেছে। এখনও করছে।' 

Read more!
Advertisement
Advertisement