Advertisement

Weather Update: রোদের মেয়াদ শেষ, আজ থেকেই ফের ভিজবে বাংলা, কবে কোন জেলায় ঝড়বৃষ্টি?

আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরই বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। উৎসবের আগেই ফের একবার বৃষ্টিতে ভিজবে বাংলা। জেলায় জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় কবে থেকে ফের বৃষ্টি? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট...

আবহাওয়ার খবর আবহাওয়ার খবর
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Sep 2025,
  • अपडेटेड 7:11 AM IST
  • ফের বঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
  • বুধবার থেকেই ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি
  • কবে কোন জেলায় বৃষ্টিপাত?

পিতৃপক্ষে আর তেমন বৃষ্টি পায়নি রাজ্য। বরং কাঠফাটা রোদেরই দেখা মিলছে গত কয়েকদিন ধরে। সঙ্গে চলছে ভ্যাপসা গরম। তবে কি দেবীপক্ষে আর বর্ষণের সম্ভাবনা নেই? কী জানাচ্ছে আবহাওয়া দফতর? 

দেবীপক্ষের আগে ফের বৃষ্টি? 
আলিপুর অবশ্য এই প্রশ্নের সদর্থক উত্তর দিল না। চলতি সপ্তাহেই ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা বঙ্গে। দক্ষিণ এবং উত্তর, দুই বঙ্গেই ভারী বৃষ্টি হবে। স্পষ্ট জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। কারণ মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে বঙ্গের উপর দিয়ে বিস্তৃত। কচ্ছ ও দক্ষিণ পশ্চিম রাজস্থানে অতি গভীর নিম্নচাপ রয়েছে। যা পশ্চিমবঙ্গের দিঘা হয়ে পূর্বে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে চলতি সপ্তাহ থেকে ফের বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হবে রাজ্যে। ফলে দেবীপক্ষের আগেই ফের বর্ষণ বঙ্গে। দুর্গাপুজোর দিনগুলিতেও বৃষ্টি হবে কি না, তা নিয়ে এখনও পর্যন্ত আবহাওয়া দফতরের পক্ষ থেকে কোনও পূর্বাভাস মেলেনি। যদি মৌসম ভবন আগেই জানিয়েছিল, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি থাকবে। সেক্ষেত্রে উৎসবে দুর্যোগের আশঙ্কা থেকেই যাচ্ছে। 

কবে কোন জেলায় বৃষ্টি?
বুধবার থেকেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন দক্ষিণবঙ্গের ৮ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। তালিকায় রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই দুর্যোগের সম্ভাবনা। 

উত্তরবঙ্গের আবহাওয়া
ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। বুধবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে। 

 

Read more!
Advertisement
Advertisement