Advertisement

Bratya Basu : যাদবপুর-কাণ্ডের পর বাড়ানো হল ব্রাত্য বসুর নিরাপত্তা, দেওয়া হল জেড ক্যাটাগরি

যাদবপুর কাণ্ডের পর বাড়ানো হল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নিরাপত্তা। এতদিন পর্যন্ত তিনি ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। এবার থেকে তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে।

Bratya Basu Bratya Basu
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Mar 2025,
  • अपडेटेड 11:11 PM IST
  • যাদবপুর কাণ্ডের পর বাড়ানো হল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নিরাপত্তা
  • এতদিন পর্যন্ত তিনি ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন

যাদবপুর কাণ্ডের পর বাড়ানো হল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নিরাপত্তা। এতদিন পর্যন্ত তিনি ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। এবার থেকে তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে বিক্ষোভের মাঝে পড়েন ব্রাত্য বসু। তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপরই তাঁর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল নবান্ন। 

গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে হেনস্থার শিকার হন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তিনি জখমও হন বলে অভিযোগ। হাসপাতালেও যেতে হয় তাঁকে। সেদিন বিক্ষোভ দেখোনার সময় দুইজন ছাত্রও আহত হন। সেদিন রাতেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়।

সাংবাদিক বৈঠক করে ওয়েবকুপা দাবি করে, শিক্ষামন্ত্রীর গাড়িতে পরিকল্পনা করেই হামলা করা হয়েছে। ব্রাত্য বসু ওয়েবকুপার সভার জন্য গেছিলেন। তখন সভাস্থলে ঢুকে পড়ে বিক্ষুব্ধরা। অভিযোগ তারা গাড়িতে হামলা করে, গাড়িও ভেঙে দেয়। 

এদিকে যাদবপুর কাণ্ডে মোট সাতটি অভিযোগ দায়ের হয়েছে থানায়। বাম ছাত্র সংগঠনের যদিও অভিযোগ,  পুলিশ তাদের অভিযোগ নিচ্ছে না। মামলাটি আজ কোর্টেও ওঠে। রাজ্য সরকার আদালতে জানায়, মামলার তদন্ত চলছে। আদালতের নির্দেশ, মামলাকারীদের অভিযোগের ভিত্তিতেও এফআইআর করতে হবে। 

আগামী ১২ মার্চ মামলার পরবর্তী শুনানি। ওই দিন রাজ্য  সরকার ও মামলাকারী এই দুই পক্ষকেই আদালতে হলফনামা জমা দিতে হবে।   
 

Read more!
Advertisement
Advertisement