Advertisement

100 Days Work: আবার কাজ পাবেন ১০০ দিনের কর্মীরা, বড় ঘোষণা রাজ্য সরকারের

১০০ দিনের কাজের (100 Days Work) কর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের (West Bengal Government )। টাকার অভাবে রাজ্যে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ১০০ দিনের কাজ। এই অবস্থায় গ্রাম বাংলায় খেটে খাওয়া মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে।

আবার কাজ পাবেন ১০০ দিনের কর্মীরাআবার কাজ পাবেন ১০০ দিনের কর্মীরা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Nov 2022,
  • अपडेटेड 4:18 PM IST
  • বিভিন্ন রাজ্য সরকারি দফতরে কাজে লাগানো হবে
  • কাজের বিষয়টি নিশ্চিত করার জন্য অফিসারদের নিয়োগ

১০০ দিনের কাজের (100 Days Work) কর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের (West Bengal Government )। টাকার অভাবে রাজ্যে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ১০০ দিনের কাজ। এই অবস্থায় গ্রাম বাংলায় খেটে খাওয়া মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। আর সেই কারণে এবার ১০০ দিনের কাজে যারা নথিভুক্ত, তাঁদের বিভিন্ন রাজ্য সরকারি দফতরে কাজে লাগানো হবে। আজ নবান্নের (Nabanna) তরফে এ বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, ১০০ দিনের কাজে নথিভুক্ত কর্মীদের বিভিন্ন রাজ্য সরকারি দফতরের কাজে লাগানো হবে। কোন কাজে কতজনকে কাজে লাগানো হচ্ছে তা খতিয়ে দেখবেন প্রতিটি বিভাগের নোডাল অফিসার। কাজের বিষয়টি নিশ্চিত করার জন্য অফিসারদের নিয়োগ করা হবে।

আরও পড়ুন

গত বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ১০০ দিনের জব কার্ড হোল্ডারদের বিকল্প কাজ দেওয়ার নির্দেশ দেন। এরপরই মুখ্য সচিব জরুরি ভিত্তিতে বৈঠক ডাকেন। সেখানেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয়।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখার অভিযোগ করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এনিয়ে কয়েকবার সরব হয়েছেন। ১০০ দিনের কাজের প্রকল্পে রাজ্যের বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। ১০০ দিনের কাজ বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। তাঁদের আর্থিক সমস্যা হচ্ছে। যার কারণে বাড়ছে ক্ষোভ।

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের দাবি, সামনেই পঞ্চায়েত নির্বাচন, তাই গ্রাম বাংলার গরিব মানুষের ক্ষোভ প্রশমনে সচেষ্ট হল রাজ্য সরকার।

 

Read more!
Advertisement
Advertisement