Advertisement

বাড়ি তৈরির জন্য ২ কাঠা করে জমি দেবে রাজ্য সরকার, কারা পাবেন?

সুখবর। বাড়ি তৈরির জন্য জমি দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার। সর্বাধিক ২ কাঠা জমি দেওয়া হবে উপভোক্তাদের। সেই জমিতে বাড়িও তৈরি করে দেওয়া হবে সরকারের তরফে।

Mamata Banerjee (File Photo) Mamata Banerjee (File Photo)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Nov 2024,
  • अपडेटेड 12:32 PM IST
  • সর্বাধিক ২ কাঠা করে জমি করে রাজ্য সরকার
  • কারা পাবেন এই জমি, কীভাবে বাড়ি তৈরি করতে পারবেন?

সুখবর। বাড়ি তৈরির জন্য জমি দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার। সর্বাধিক ২ কাঠা জমি দেওয়া হবে উপভোক্তাদের। সেই জমিতে বাড়িও তৈরি করে দেওয়া হবে সরকারের তরফে। খবর নবান্ন সূত্রে। এই উদ্যোগ ইতিমধ্যেই নিয়েছে মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকার। খুব শীঘ্রই তা চালু হবে বলেও জানা গিয়েছে। 

গত আড়াই বছরে বাংলায় বাড়ি তৈরির টাকা দেওয়া কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে নিজেরাই বাড়ি বানিয়ে দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, ১১ লাখ মানুষকে পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে। সেই মোতাবেক কাজ শুরু করেছে সরকার। ৫ জেলা বাদে সব জেলায় কত মানুষ বাড়ি পাননি, তাদের জমির কী অবস্থা তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশও দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। 

সেখানেই দেখা যায়, এমন অনেকে আছেন যাঁরা বাড়ির জন্য আবেদন করেছেন কিন্তু তাঁদের জায়গা নেই। সেই সব পরিবারও যাতে বাড়ি পায় তা সুনিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। 

সূত্রের খবর, জমি কাদের নেই তাঁদের নাম ঠিকানা ইত্যাদি জেলাশাসক ও ডিএলআরও-দের জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরাই সিদ্ধান্ত নেবেন, কাদের জমি দেওয়া হবে। সূত্রের খবর, খাস জমির পাট্টা দেওয়া হবে ভূমিহীনদের হাতে। জানা যায়, সবথেকে বেশি ২ কাঠা পর্যন্ত জমি দেওয়া হতে পারে। তারপর সেই জমিতেই রাজ্য সরকার বাড়ি তৈরি করে দেবে। 

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছে রাজ্য সরকার। রাজ্যের তরফে চিঠি লিখে এর সমাধান চাওয়া হলেও সাহায্য মেলেনি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে রাজ্য সরকার নিজেরাই উদ্যোগ নিয়ে জমি দিয়ে বাড়ি তৈরি করে দিতে চায়।   

Read more!
Advertisement
Advertisement