আগামী ৭ মে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করে কথা জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ ফলাফল প্রকাশিত হবে। অনলাইনে পরীক্ষার্থীরা দেখতে পাবেন ২টো থেকে। সেদিনই ফলাফল ডাউনলোড করা যাবে অনলাইনে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আরও জানিয়েছে, ৮ মে সকাল ১০ টা থেকে স্কুলের প্রতিনিধিদের কাছে মার্কশিট এবং শংসাপত্র বিলি করা শুরু হবে। সেদিনই যেন ছাত্র-ছাত্রীরা মার্কশিট হাতে পেয়ে যান, সেই অনুরোধ করা হয়েছে প্রতিটি স্কুল কর্তৃপক্ষকে।
এবছর উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখা যাবে একাধিক ওয়েবসাইটে। ওয়েবসাইটগুলি হল, www.wbchse.wb.gov.in, https://results.digilocker.gov.in/। এছাড়াও একাধিক বেসরকারি পোর্টাল থেকেও রেজাল্ট দেখা যাবে ও ডাউলনোড করা যাবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, মোট ৫৫ মার্কশিট বিতরণ কেন্দ্র খোলা হবে। উত্তরবঙ্গের জন্য ১১টি, বর্ধমানের জন্য ১৪টি, মেদিনীপুর জন্য সাতটি এবং কলকাতার জন্য ২৩টি বিতরণ কেন্দ্র থাকবে। স্কুলের প্রতিনিধিরা সেখান থেকে মার্কশিট সংগ্রহ করে নিজের নিজের স্কুল থেকে তা বিতরণ করতে পারবে।
এবছর মে মাসের মাঝামাঝি সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা ছিল। তবে তার আগেই ফলাফল প্রকাশিত হবে বলে জানাল সংসদ। ২০২৪ সালে ৭ লক্ষ ৯০ হাজার জন পরীক্ষায় বসেছিলেন। সেই সংখ্যাটা কমে দাঁড়ায় ৫ লক্ষ ৯ হাজার। রেজিস্ট্রেশন করেও পরীক্ষায় বসেননি এমন পড়ুয়ার সংখ্যা ৫০ হাজারেরও বেশি।
তবে ছাত্রের তুলনায় বেশি সংখ্যক ছাত্রী এবছর পরীক্ষায় বসেছিলেন। প্রায় ৪৭ হাজার ৫৭১ জন। রাজ্যে এবার মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ২০৮৯। যার মধ্যে ১৩৬টি পরীক্ষা কেন্দ্র স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছিল। পরীক্ষা কেন্দ্রগুলির উপর নজরদারিতে ব্যবহার করা হয়েছিল সিসি ক্যামেরাও। মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পরীক্ষক।