Advertisement

WBJEE 2025: রবিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, বিশেষ ব্যবস্থার ঘোষণা পূর্ব রেলের

এ বছর এক লক্ষেরও বেশি পড়ুয়া এই এন্ট্রান্স পরীক্ষায় বসবেন বলে বোর্ডের তরফে জানানো হয়েছে। পরীক্ষা পদ্ধতি পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যেই অবজার্ভার নিয়োগ করেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। রবিবার পরীক্ষা শুরু হবে হবে বেলা ১১টা থেকে।

রবিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, বিশেষ ব্যবস্থার ঘোষণা পূর্ব রেলেররবিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, বিশেষ ব্যবস্থার ঘোষণা পূর্ব রেলের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Apr 2025,
  • अपडेटेड 6:19 PM IST
  • প্রথম পত্রে ১০০ নম্বরের অঙ্কের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে
  • দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা নেওয়া হবে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত

রবিবার ২৭ এপ্রিল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বড় ব্যবস্থা নিল পূ্র্ব রেল। রবিবার এমনিতেই সপ্তাহের অন্য দিনের তুলনায় কম লোকাল ট্রেন চালানো হয়। তবে পরীক্ষার কথা মাথায় রেখে এই রবিবার বোল ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সপ্তাহের অন্য দিনের মতোই লোকাল ট্রেন চালানো হবে হাওড়া ও শিয়ালদা বিভাগে। পূর্ব রেলের তরফে শনিবার এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

পূর্ব রেল জানিয়েছে, পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (ডব্লিউবিজেইই) রয়েছে রবিবার। তাই পরীক্ষার্থীদের অতিরিক্ত ভিড় সামলাতে পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ ও হাওড়া বিভাগ রবিবার বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সমস্ত লোকাল ট্রেন চালানো হবে। অর্থাৎ এই সময়ের মধ্যে রবিবার যে সমস্ত ট্রেন চালানো হয় না, সেগুলি এই রবিবার চালানো হবে। ওই সময়ের মধ্য়ে যে ট্রেনগুলি যে যে স্টেশন থেকে ছাড়ে সেই স্টেশন থেকেই ছাড়বে। 

এ বছর এক লক্ষেরও বেশি পড়ুয়া এই এন্ট্রান্স পরীক্ষায় বসবেন বলে বোর্ডের তরফে জানানো হয়েছে। পরীক্ষা পদ্ধতি পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যেই অবজার্ভার নিয়োগ করেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। রবিবার পরীক্ষা শুরু হবে হবে বেলা ১১টা থেকে। অফলাইনে ‘ওএমআর’ শিটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম পত্রে ১০০ নম্বরের অঙ্কের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা নেওয়া হবে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। দ্বিতীয়পত্রে দু’টি বিষয়ের প্রতিটিতে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বর বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, কৃষিবিদ্যা, ফার্মাসি, আর্কিটেকচার ইত্যাদি বিষয়ে ভর্তি ও পড়াশোনার সুযোগ পান ছাত্রছাত্রীরা। একটি স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। বাধ্যতামূলক বিষয় হিসেবে থাকবে হবে ফিজিক্স এবং কেমিস্ট্রি, ম্যাথ বা বায়োলজি বা কম্পিউটার সায়েন্স বা বায়োটেকনোলজি বা কম্পিউটার অ্যাপ্লিকেশন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement