Advertisement

Didir Suraksha Kabach: পঞ্চায়েত-লোকসভার আগে 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচির সূচনা মমতার, কী কী সুবিধা?

২০২১ সালের বিধানসভা ভোটের আগে শুরু হয়েছিল দিদিকে বলো কর্মসূচি। এবার পঞ্চায়েত ও লোকসভা ভোটের আগে 'দিদির সুরক্ষা কবচ' চালু করল তৃণমূল কংগ্রেস

মমতা বন্দ্যোপাধ্যায়।মমতা বন্দ্যোপাধ্যায়।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Jan 2023,
  • अपडेटेड 1:24 PM IST
  • দিদির সুরক্ষা কবচ চালু মমতার।
  • প্রকল্পের নাম দিয়েছে দলের আইটি সেল।
  • মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা নিশ্চিত করবে এই কর্মসূচি।

২০২১ সালের বিধানসভা ভোটের আগে শুরু হয়েছিল দিদিকে বলো কর্মসূচি। এবার পঞ্চায়েত ও লোকসভা ভোটের আগে 'দিদির সুরক্ষা কবচ' চালু করল তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচির সূচনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫টি সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ বলে জানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এটা পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে কর্মসূচি নয় বলে স্পষ্ট করে দিয়েছেন দলনেত্রী। তিনি জানান,'এই কর্মসূচি পুরসভা এলাকাতেও চলবে। আমরা নির্বাচনের আগে তেলের দাম ১০ টাকা কমিয়ে, পরে ২০ টাকা বাড়িয়ে দিই। নির্বাচনের ৬ মাস আগে ফ্রি-তে রেশন দিয়ে বন্ধ করে দিই না।'     

প্রকল্পের নাম তাঁর দেওয়া নয় বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের তরুণ প্রজন্মই নাম দিয়েছে 'দিদির সুরক্ষা কবচ'। মমতার কথায়,'নামটি আমাদের দেওয়া নয়। এই নামটি আমাদের আইটি টিমের। আমাদের ছোট্ট একটা টিম আছে। আমি তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। এটা মানুষের দুয়ারে কর্মসূচি। আমাদের সাড়ে ৩ লক্ষ কর্মী দু'কোটি বাড়িতে যাবে। ১০ কোটি মানুষের কাছে পৌঁছবে। কোনও বাড়ির লোক হয়তো আবেদন করতেই পারে না তাঁকে বলতে হবে আসুন আমি আবেদন করে দিচ্ছি।' 

কী কী থাকছে দিদির সুরক্ষা কবচ প্রকল্পে?

আরও পড়ুন

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান,'আগামী ১১ জানুয়ারি থেকে বাস্তবায়িত হবে এই কর্মসূচি। সাড়ে তিন লক্ষ কর্মী পৌঁছে যাবেন বাড়িতে বাড়িতে। দশ কোটি মানুষ ও দু কোটি পরিবারের কাছে পৌঁছে যাবে। দিদির দূত হিসেবে তৃণমূলের সাড়ে ৩ লক্ষ প্রতিনিধি প্রতিটি বাড়িতে যাবেন। সরকারের যে ১৫টি প্রকল্প রয়েছে তার সুযোগসুবিধা যাতে সাধারণ মানুষ ঠিক সময় পান তা নিশ্চিত করবে।'

লক্ষ্য কী?

অভিষেক বলেন,'স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, খাদ্য ও আবাসের মতো ১৫টি প্রকল্পকে সরকার প্রতিটি মানুষের বাড়িতে পৌঁছে দিতে চাইছে সরকার। এজন্য দিদির দূত অ্যাপ আনা হয়েছে গুগল প্লে স্টোরে।'      

Advertisement

গ্রামে গ্রামে রাত্রিযাপন

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়,'আগামী দুমাস ধরে প্রায় সাড়ে তিনশোজন রাজ্যস্তরের নেতা গ্রামে গিয়ে ১০ দিন থাকবেন। তাঁরা রাত্রিযাপন করবেন। মানুষের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগ-মতামত শুনবেন। তিনি চলে যাওয়ার পর সরকারি সুবিধা মানুষ পাচ্ছেন কিনা তা সুনিশ্চিত করবেন তৃণমূলের প্রতিনিধিরা।'   
 

Read more!
Advertisement
Advertisement