
গার্ডেনরিচকে 'মিনি পাকিস্তান' বলেছিলেন ফিরহাদ হাকিম। এমনটাই অভিযোগ করে থাকে বিজেপি। প্রায় এক দশক ধরে এই নিয়ে বিতর্কও কম হয়নি। কিন্তু তিনি কোনওদিন 'মিনি পাকিস্তান' বলেননি, আজ বৃহস্পতিবার দাবি করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
সাংবাদিকরা ফিরহাদ হাকিমকে প্রশ্ন করেন, 'আপনি মিনি পাকিস্তান বলেছিলেন। সেই অভিযোগ আপনার বিরুদ্ধে ওঠে।' উত্তরে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, 'কোথাও যদি, কোনও বাইটে দেখিয়ে দেয়, এই কথা (গার্ডেন রিচকে মিনি পাকিস্তান) আমি বলেছি, তাহলে শুধু মেয়র নয়, রাজনীতি থেকে আমি অবসর নেব, ছেড়ে দেব।'
২০১৬ সালে পাকিস্তানের সংবাদপত্র ডন-কে একটি সাক্ষাৎকারে এই 'মিনি পাকিস্তান'-প্রসঙ্গটি তুলেছিলেন ফিরহাদ। এমনটাই অভিযোগ ওঠে। অনেক ছবিও ভাইরাল হয়েছে এই নিয়ে। সেই প্রসঙ্গেও ফিরহাদ বলেন, 'পাকিস্তানে কোন কাগজ কী লিখল তার দায়িত্ব আমার নয়। ইন্টারন্যাশনাল ফোরামে কেস করছ না কেন? আমি তো অস্বীকার করছি। দ্বিতীয়ত, আমি সংখ্যালঘু বা গুরু যাই হই না কেন, আমাদের প্রথম পরিচয় আমরা ভারতীয়। আমরা একসঙ্গে মিলে থাকব। ডন পত্রিকায় কোনও সাক্ষাৎকার আমার হয়নি। ওরা গল্পের গরু গাছে তুলেছে। সেখানে কারা কী লিখেছে, জানি না। আমি উর্দু বলতে জানি। পড়তেও জানি না।'
ফিরহাদের আরও দাবি, তাঁদের পার্টি অফিসে বা তাঁর কাছে বিদেশি কোনও পত্রিকা আসে না। বিজেপির অফিসে আসে। ফিরহাদের কথায়, 'বিজেপির অফিসে বিদেশের পত্রিকা আসে। বাংলায় পাকিস্তানের পত্রিকা আসে না। বিজেপির সঙ্গে ওদের বন্ধুত্ব থাকতে পারে। সেজন্য নিমন্ত্রণ না থাকলেও প্রধানমন্ত্রী যেতে পারেন। আমরা ওরকম নই।'
ঘটনার সূত্রপাত কলকাতা পৌরনিগমের মাসিক অধিবেশনে। এদিন সেখানে বিতণ্ডায় জড়ান বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ও মেয়র ফিরহাদ হাকিম। ‘মিনি পাকিস্তান’ ইস্যুতে ফিরহাদকে আক্রমণ করেন সজল। দুপক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। পরে ফিরহাদ সাংবাদিক বৈঠক করেন।