Advertisement

Bengal Police on Osman Hadi Case: হাদি হত্যায় ৫ বাংলাদেশি আটক পশ্চিমবঙ্গে? জবাব দিল রাজ্য পুলিশ

ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে মেঘালয়ে রয়েছে—বাংলাদেশ পুলিশের এমন বক্তব্য মেঘালয় পুলিশের আধিকারিক প্রত্যাখ্যান করেছেন। এবার এই বিষয়ে নিজেদের বক্তব্য স্পষ্ট করল পশ্চিমবঙ্গ পুলিশও।

হাদি হত্যায় ৫ বাংলাদেশিকে আটক করেছে STF? জবাব দিল রাজ্য পুলিশহাদি হত্যায় ৫ বাংলাদেশিকে আটক করেছে STF? জবাব দিল রাজ্য পুলিশ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Dec 2025,
  • अपडेटेड 1:31 PM IST

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত দুই সন্দেহভাজন সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে—বাংলাদেশ পুলিশের এমন দাবি নাকচ করে দিয়েছে ভারতের মেঘালয় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রবিবার মেঘালয় পুলিশ ও বিএসএফের আধিকারিক এই দাবিকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন।

ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে মেঘালয়ে রয়েছে—বাংলাদেশ পুলিশের এমন বক্তব্য মেঘালয় পুলিশের আধিকারিক প্রত্যাখ্যান করেছেন। এবার এই বিষয়ে নিজেদের বক্তব্য স্পষ্ট করল পশ্চিমবঙ্গ পুলিশও।

সোশ্যাল মিডিয়া পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে লেখা হয়, 'সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট আমাদের নজরে এসেছে, যাতে বলা হচ্ছে, প্রতিবেশী দেশের একটি সাম্প্রতিক ঘটনার বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ প্রতিবেশী দেশের কয়েকজন নাগরিককে আটক করেছে। এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। অনুরোধ, গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।'

 

প্রসঙ্গত  বাংলাদেশি সাংবাদিক দাবি করেছিলেন, পশ্চিমবঙ্গের পুলিশের এসটিএফ নাকি হাদি হত্যার সঙ্গে যুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছিল। এরপর সেই সংক্রান্ত পোস্ট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এর পরপরই পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে ফেসবুক পোস্ট করে জানানো হয়, হাদি হত্যা মামলায় কোনও বাংলাদেশিকে তারা গ্রেফতার করেনি।

উল্লেখ্য, আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের বিস্ফোরক দাবি করলেন। এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগির শেখকে সাহায্য করার অভিযোগে পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স নাকি ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে।

 

 

ইউরোপপ্রবাসী সাংবাদিক ও রাজনৈতিক কর্মী জুলকারনাইন সায়েরের দাবি ছিল,  হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে পালাতে সহায়তার অভিযোগে ভারতে ৫ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা পোস্টে তিনি জানান, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ওই ৫ বাংলাদেশিকে আটক করেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।  তাঁর দাবি অনুযায়ী আটক ব্যক্তিরা হলেন- আওয়ামী লিগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মো. মাসুদুর রহমান বিপ্লব, প্রাক্তন কাউন্সিলর ও যুবলিগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পী, মিরপুরের ছাত্রলিগ নেতা রাকিবুল ইসলাম, ছাত্রলিগ নেতা রুবেল, বর্ডার এলাকায় মানবপাচারে জড়িত ফিলিপস।

Advertisement

জুলকারনাইন  তাঁর পোস্টে আরও দাবি করেন, শরিফ ওসমান হাদির হত্যার সঙ্গে সরাসরি জড়িত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখকে ধরতে সীমান্তবর্তী এলাকায় সাঁড়াশি অভিযান চলছে এবং এ অভিযান আরও জোরদার করা হয়েছে।

Read more!
Advertisement
Advertisement