চৈত্রের শুরুতেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহে নাজেহাল অবস্থা। তবে রবিবার সন্ধ্যায় কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ায় খানিকটা স্বস্তি মিলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম বর্ধমান ও নদিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
গতকালের আবহাওয়া পরিস্থিতি
রবিবার সন্ধ্যায় কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়, যদিও তা দীর্ঘস্থায়ী হয়নি। বিকেলের দিকে বাঁকুড়া ও হুগলির কিছু অংশে ঝড়-বৃষ্টি হয়েছে, এমনকি কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়। বাঁকুড়ার বিষ্ণুপুর, জয়পুর ও কোতুলপুর এলাকায় শিলাবৃষ্টিতে রাস্তাঘাট বরফে ঢেকে যায়, যা দেখে বিস্মিত হন স্থানীয় বাসিন্দারা।
আজকের সম্ভাব্য আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যার পর ফের ঝড়-বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর ও হুগলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, কলকাতা ও দুই ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
তাপপ্রবাহ ও বৃষ্টির সম্ভাবনা
চৈত্রের শুরুতেই দক্ষিণবঙ্গে অস্বাভাবিক গরম পড়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতা ও অন্যান্য জেলাতেও গুমোট গরম অব্যাহত থাকবে। তবে ২০ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ২১ ও ২২ মার্চেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা তাপমাত্রা কিছুটা কমিয়ে আনতে পারে।