এবার বৃষ্টি যেন থামছে না। গত কয়েক দিনে দফায় দফায় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। জলমগ্ন বহু এলাকা। তার মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস জারি করল মৌসম ভবন। ১০ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় জেলায় একটানা বৃষ্টি হতে পারে। বর্ষণের কবল থেকে মুক্তি পাবে না দক্ষিণবঙ্গও।
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের একাধিক জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টি হবে ১০ তারিখ পর্যন্ত। ওই জেলাগুলোর কোথাও কোথাও এক নাগাড়ে বৃষ্টি হতে পারে। ধসের সতর্কতাও জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদিও বৃষ্টি চলবে ৮ অগাস্ট পর্যন্ত। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, বাঁকুড়া ও পুরুলিয়ায় সব থেকে বৃষ্টি হবে। তবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে আরও নানা জায়গায়। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায়। বুধবার দুই ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী শনিবার, রবিবার এবং সোমবারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা বৃষ্টি সম্ভাবনা থাকছে।
কলকাতাতেও বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে বুধ এবং বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তিলোত্তমায়।
তবে দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টি কমলেই গরম বাড়বে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্যারাকপুরে রেকর্ড বৃষ্টি হয়েছে। পরিমান প্রায় ৪৮ মিলিমিটার। কলকাতায় হয়েছে ৪২ মিলিমিটার।
আবার গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের ফালাকাটায় ৯০ মিলিমিটার, চ্যাংমারি ও ডায়নাতে ৮০ মিলিমিটার, জয় বীরপাড়া ও গোপালপুর ৫০ মিলিমিটার এবং বালুরঘাট ও বাগডোগরা ৪০ মিলিমিটার করে বৃষ্টি হয়েছে।