Advertisement

Kalighater Kaku Bail: 'কালীঘাটের কাকু' জামিন পেয়ে গেলেন, একাধিক শর্তও দিল হাইকোর্ট

আদালতের নির্দেশ, সুজয়কৃষ্ণের গতিবিধির উপর সর্বদা নজরদারি চালাবে সিবিআই। তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। চিকিত্‍সাজনীত কারণ ছাড়া তিনি বাড়ির বাইরে যেতে পারবেন না। আগামী ২০ মার্চ এই মামলার পরর্তী শুনানি হবে।

সুজয়কৃষ্ণ ভদ্র - ফাইল ছবিসুজয়কৃষ্ণ ভদ্র - ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Feb 2025,
  • अपडेटेड 11:51 AM IST

নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু' জামিন পেলেন। আজ অর্থাত্‍ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। সিবিআই-এর মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন তিনি। এর আগে ইডি-র মামলায় জামিন পেয়েছিলেন। তবে জামিনের শর্তে হাইকোর্টের নির্দেশ, সুজয়কৃষ্ণ বেহালার বাড়ি থেকে বেরোতে পারবেন না। সিবিআই তদন্তকারী আধিকারিকদের দুটি মোবাইল ফোনের নম্বর দিতে হবে। চিকিৎসক এবং আইনজীবী ছাড়া তার বাড়িতে অন্য কেউ প্রবেশ করতে পারবেন না।

আদালতের নির্দেশ, সুজয়কৃষ্ণের গতিবিধির উপর সর্বদা নজরদারি চালাবে সিবিআই। তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। চিকিত্‍সাজনীত কারণ ছাড়া তিনি বাড়ির বাইরে যেতে পারবেন না। আগামী ২০ মার্চ এই মামলার পরর্তী শুনানি হবে।

সুজয়কৃষ্ণকে মূলত চিকিত্‍সাজনীত কারণেই অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিয়েছে আদালত। তার মেডিক্যাল রিপোর্ট দেখে উদ্বেগ প্রকাশ করেছে হাইকোর্ট। এর আগে শারীরিক অসুস্থার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুজয়কৃষ্ণ। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন 'কালীঘাটের কাকু'।

বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। তাঁর কণ্ঠস্বরের নমুনাও ইতিমধ্যে সংগ্রহ করেছে সিবিআই। ইডিও তাঁর কণ্ঠস্বরের নমুনা আগেই সংগ্রহ করেছিল।

Read more!
Advertisement
Advertisement