Advertisement

AC Local Train in West Bengal: AC লোকাল ট্রেন আসছে শিয়ালদা-হাওড়ায় ? ছবি VIRAL

মুম্বইয়ে বেশ কয়েক বছর আগেই এসি লোকাল ট্রেন চালু হয়ে গিয়েছে। ২০১৭ সালে প্রথমবার মুম্বইয়ে এসি লোকাল ট্রেন চালানো হয়। প্রথমে মুম্বইয়ে ভাড়া ধার্য করা হয়েছিল ৫০ টাকা।

এসি লোকাল ট্রেনের যে ছবি ভাইরালএসি লোকাল ট্রেনের যে ছবি ভাইরাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Feb 2025,
  • अपडेटेड 10:43 AM IST
  • প্রথমে একটি ট্রেন চালিয়ে দেখা হবে
  • ২০১৭ সালে প্রথমবার মুম্বইয়ে এসি লোকাল ট্রেন
  • গরমকালে বেশ কষ্টের সফর হয়ে যায় লোকাল ট্রেনে ভিড়ে যাত্রা

লোকাল ট্রেনে গলদঘর্ম হয়ে যাওয়ার দিন শেষ হতে চলেছে? মুম্বইয়ের মতো কলকাতা ও শহরতলিতেও সম্ভবত শীঘ্রই চলবে AC লোকাল ট্রেন। ইতিমধ্যেই পূর্ব রেল তার তোড়জোড় শুরু করে দিয়েছে। সব কিছু ঠিক থাকলে শিয়ালদা ডিভিশনে প্রথমে শুরু হতে পারে  AC লোকাল ট্রেন। 

প্রথমে একটি ট্রেন চালিয়ে দেখা হবে

নিউজ ১৮ বাংলা-র খবর অনুযায়ী, শিয়ালদা ডিভিশনের পক্ষ থেকে একটি রুটে এসি লোকাল ট্রেন চালানোর জন্য চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে রেল বোর্ডকে। রেল বোর্ডের অনুমতি মিললেই চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে একটি AC লোকাল ট্রেন রেক শিয়ালদায় আসবে। ২০২২ সালে রেল বোর্ডকে চিঠি দিয়ে একটি এসি লোকাল ট্রেন পরীক্ষামূলকভাবে চালানোর জন্য অনুমতি চাওয়া হয়েছিল। কোন রুটে চালানো হবে ওই ট্রেন বা ভাড়া কত হবে, তা এখনও ঠিক হয়নি। প্রথমে একটি ট্রেন চালিয়ে দেখা হবে, কেমন যাত্রী হচ্ছে, তারপর ট্রেনের সংখ্যা বাড়ানোর বিষয়ে ভাবা হবে।

২০১৭ সালে প্রথমবার মুম্বইয়ে এসি লোকাল ট্রেন

মুম্বইয়ে বেশ কয়েক বছর আগেই এসি লোকাল ট্রেন চালু হয়ে গিয়েছে। ২০১৭ সালে প্রথমবার মুম্বইয়ে এসি লোকাল ট্রেন চালানো হয়। প্রথমে মুম্বইয়ে ভাড়া ধার্য করা হয়েছিল ৫০ টাকা। কিন্তু যাত্রী পর্যাপ্ত না মেলায় তা কমিয়ে ২৫ টাকা করা হয়। তারপর থেকে যাত্রী ব্যাপক হারে বেড়েছে। এবার কলকাতা ও শহরতলিতেও এসি লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি শুরু হয়েছে।

গরমকালে বেশ কষ্টের সফর হয়ে যায় লোকাল ট্রেনে ভিড়ে যাত্রা

এতটাই যাত্রী সাড়া মিলেছে যে, মুম্বই শহরতলিতে আরও ৮টি নতুন এসি লোকাল ট্রেন মার্চের মধ্যেই শুরু হয়ে যাবে। বস্তুত, শিয়ালদা ও হাওড়ায় বহু রুটে যাত্রীদের ভিড় ব্যাপক হয়। গরমকালে বেশ কষ্টের সফর হয়ে যায় লোকাল ট্রেনে ভিড়ে যাত্রা। এসি লোকাল ট্রেন এলে সেই কষ্ট থেকে মুক্তি মিলবে। একই সঙ্গে নন-এসি লোকাল ট্রেনেও ভিড়ের চাপ কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement