Advertisement

SSC Non Teaching Tainted Candidates List: SSC গ্রুপ C ও D পদে কতজন অযোগ্য? সেই শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশিত

অবশেষে গ্রুপ সি ও গ্রুপ ডির অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। এসএসসি-র তৈরি অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকায় মোট ৩ হাজার ৫১২ জনের নাম রয়েছে। সোমবার সন্ধ্যে সাতটার পর এই তালিকা প্রকাশ করা হয়।

কারা অযোগ্য? জানিয়ে দিল SSCকারা অযোগ্য? জানিয়ে দিল SSC
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Nov 2025,
  • अपडेटेड 9:48 AM IST

অবশেষে  গ্রুপ সি ও গ্রুপ ডির অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।  এসএসসি-র তৈরি অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকায়  মোট ৩ হাজার ৫১২ জনের নাম রয়েছে।  সোমবার সন্ধ্যে সাতটার পর এই তালিকা প্রকাশ করা হয়। 

এসএসসি তরফ থেকে গ্রুপ-সি ও গ্রুপ-ডি-এর জন্য আলাদা আলাদা ‘অযোগ্য’ তালিকা প্রকাশ করা হয়েছে। গ্রুপ-সিতে ১১৬৩ জন ও গ্রুপ-ডিতে ২৩৪৯ ‘অযোগ্য’ রয়েছেন বলে জানানো হয়েছে। যাঁদের মধ্যে গ্রুপ সি-তে ওএমআর জালিয়াতি করে চাকরি পেয়েছিলেন ৭৮৩ জন। এছাড়াও, সুপারিশপত্র ছাড়া চাকরি পেয়েছেন ৫৭ জন অযোগ্য। গ্রুপ ডি-র পাতায় দাগিদের সংখ্যা ১ হাজার ৭৪১। ওএমআর জালিয়াতি থেকে র‌্যাঙ্ক জাম্প সবেরই অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। 

অযোগ্যদের নাম ও রোল নম্বর দিয়ে তালিকা প্রকাশ করেছে এসএসসি। যাদের নাম প্রকাশ করা হয়েছে তারা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি নয়া নিয়োগের জন্য আবেদন করতে পারবেন না। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশের পর গত অগাস্ট মাসে অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন ৷ নবম-দশম এবং একাদশ-দ্বাদশ মিলিয়ে মোট ১৮০৪ জনের নাম রয়েছে প্রকাশিত ওই তালিকায় । এবার গ্রুপ সি ও ডি-র অযোগ্যদের তালিকা প্রকাশ করা হল ৷ এই তালিকা প্রকাশ করে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় জালিয়াতির দায়ে অভিযুক্তদের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল কমিশন।

উল্লেখ্য, গত ৩রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারান ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। পুরনো প্যানেল বাতিল করে নতুন নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। বেঁধে দেওা হয় সময়ও। সেই সব নিয়ম মেনেই আপাতত মিটেছে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। এবার  শিক্ষাকর্মী নিয়োগের পালা। সেই মর্মে গত ১০ই অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি। যার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত সোমবার থেকে। চলবে ৩রা ডিসেম্বর পর্যন্ত। এই নিয়োগ প্রক্রিয়ায় তালিকায় নাম থাকা এই অযোগ্যরা আবেদন করতে পারবেন না। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement