Advertisement

Tomato Price : কাঁচা লঙ্কা ২০০, টমেটো ১২০, বেগুন ১০০ টাকা কেজি; কবে কমবে সবজির দাম ?

গত প্রায় ১০ দিন ধরে সবজির বাজারে আগুন। কাঁচা লঙ্কা, পটল, ঝিঙে, বেগুন, টমেটোর মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। ফলে সবজি কিনতে গিয়ে মাথায় হাত অনেকের। কবে সবজির দাম কমবে ? এই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jul 2023,
  • अपडेटेड 12:43 PM IST
  • কেন সবজির দাম এত বাড়ছে ?
  • কবে কমবে দাম ?

গত প্রায় ১০ দিন ধরে সবজির বাজারে আগুন। কাঁচা লঙ্কা, পটল, ঝিঙে, বেগুন, টমেটোর মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। ফলে সবজি কিনতে গিয়ে মাথায় হাত অনেকের। কবে সবজির দাম কমবে ? এই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। 

কিন্তু তার আগে জানা দরকার, কেন সবজির দাম এত বাড়ছে ? বাজারের বিক্রেতারা জানান, সবজির দাম বাড়ার প্রধান কারণ আবাহাওয়ার পরিবর্তন ৷ অতিরিক্ত তাপপ্রবাহ, সঠিক সময়ে বৃষ্টি না হওয়ায় সবজির উৎপদান পর্যাপ্ত পরিমাণ হয়নি ৷ যার ফলে বেড়েছে সবজির দাম ৷ অনেকে আবার কর্ণাটকে অতিরিক্ত বৃষ্টির কারণকে দায়ি করেছেন সবজির অগ্নিমূল্যের কারণ হিসাবে৷ কারণ কর্ণাটক থেকে বাংলায় অনেক সবজি আসে। তবে বৃষ্টির কারণে সেখানেও ফসল নষ্ট হয়েছে। তাই কলকাতা বা রাজ্যে আসছে না সেখান থেকে সবজি। যার জেরে সবজির দাম হু হু করে বাড়ছে। 

কোথায় কত সবজির দাম ? 

কলকাতার প্রায় সব বাজারে  টম্যাটো ১১০-১২০ টাকা কেজি। বেগুনের দাম ঘোরাফেরা করছে ৮০-১০০ টাকার মধ্যে। পটল বিকোচ্ছে ৮০ টাকায়, ঢ্যাঁড়সও ৮০ টাকা কেজি।যদিও পাইকারি বাজারে এই সবজির দাম অনেকটাই কম। তবে সেখান থেকে সরাসরি সবজি কিনতে পারেন না, সাধারণ ক্রেতারা। 

এদিকে রাজ্য সরকারের তরফে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এই সবজির দাম তদারকির জন্য। টাস্ক ফোর্স মনে করছে, বাইরে থেকে আসে টমেটো। বাইরে দাম কমলে এখানে কমবে। বর্ষা, যোগাযোগ ব্যবস্থা, ভোট সব মিলিয়ে এখন দাম বেশি। 

যদিও এত দাম বাড়ার কারণ হিসেবে প্রশাসনকেও দায়ি করছে একাংশ। তাদের স্পষ্ট অভিযোগ, পুলিশের জুলুমবাজি বন্ধ হলেই দাম কমবে। কারণ, পুলিশ রাস্তার মোড়ে মোড়ে গাড়ি আটকে টাকা চায়। ২০০-৫০০ টাকার কমে নেয় না পুলিশ। সেক্ষেত্রেও অনেকটা টাকা বেরিয়ে যাচ্ছে। 

Advertisement

কবে কমবে দাম ? 

টাস্ক ফোর্স মনে করছে, এই সপ্তাহেই দাম কমবে সবজির। রাজ্য সরকার সূত্রে খবর, বাইরের রাজ্য থেকে সবজি আসছে বলে দাম বাড়ছে।  সবজির দাম আগামী কয়েকদিনে আরও কমবে দাম। বৃহস্পতিবার থেকে মোটামুটি ২০ থেকে ৩০ শতাংশ সবজির দাম কমতে পারে।’‌ 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement