Advertisement

West Bengal WBJEE 2023 Result: প্রকাশিত জয়েন্টের ফলাফল, প্রথম মহম্মদ সাহিল আখতার, মেধাতালিকায় আর কারা?

প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। জয়েন্টে প্রথম হয়েছেন মহম্মদ সাহিল আখতার। দ্বিতীয় সোহম দাস। রুবির দিল্লি পাবলিক স্কুলের পড়ুয়া। তৃতীয় হয়েছেন বাঁকুড়ার সারা মুখোপাধ্যায়। বাঁকুড়ার বান্দা বিদ্যালয়ের পড়ুয়া তিনি। এবারের পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৪ হাজার ৯১৯ জন। তাদের মধ্যে ৭৪ শতাংশ পুরুষ। একজন ট্রান্সজেন্ডার এবং বাকি মহিলা। বিকেল ৪টে থেকে ওয়েবসাইটে কত র‌্যাঙ্ক হয়েছে, তা জানতে পারবেন পরীক্ষার্থীরা।

ফাইল ছবি।ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 May 2023,
  • अपडेटेड 3:13 PM IST
  • প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল।
  • জয়েন্টে প্রথম হয়েছেন মহম্মদ সাহিল আখতার।

প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। জয়েন্টে প্রথম হয়েছেন মহম্মদ সাহিল আখতার। দ্বিতীয় সোহম দাস। রুবির দিল্লি পাবলিক স্কুলের পড়ুয়া। তৃতীয় হয়েছেন বাঁকুড়ার সারা মুখোপাধ্যায়। বাঁকুড়ার বান্দা বিদ্যালয়ের পড়ুয়া তিনি। এবারের পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৪ হাজার ৯১৯ জন। তাদের মধ্যে ৭৪ শতাংশ পুরুষ। একজন ট্রান্সজেন্ডার এবং বাকি মহিলা। বিকেল ৪টে থেকে ওয়েবসাইটে কত র‌্যাঙ্ক হয়েছে, তা জানতে পারবেন পরীক্ষার্থীরা।

গত ৩০ এপ্রিল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়। ২৬ দিনের মাথায় আজ, শুক্রবার জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করা হয়। সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করছেন বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। তিনি বলেন, 'এবারের জয়েন্টের জন্য প্রথম রোমিং অবজার্ভারদের রেডিয়ো ফ্রিকোয়েন্সি ডিটেক্টর দেওয়া হয়েছিল। সঙ্গে প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর ব্যবহার করা হয়েছিল। এবার একটি অ্যাপও ব্যবহার করা হয়েছিল।'

পরীক্ষার ফল জানতে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in-তে যেতে হবে পরীক্ষার্থীদের।

আরও পড়ুন

দুটি পত্রে পরীক্ষা হয়েছিল। প্রথম পত্র অঙ্ক, দ্বিতীয় পত্র ফিজিক্স ও কেমিস্ট্রি। প্রথম পত্রে ৭৫টি ও দ্বিতীয় পত্রে ৮০ টি প্রশ্ন ছিল। এবার ১.২৪ লক্ষের বেশি পরীক্ষার্থী রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন। মোট ৩০৬ টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। ৩০৩ কেন্দ্র ছিল বাংলায়। একটি অসম ও বাকি দুটি ত্রিপুরায়। মূলত ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি ও আর্কিটেকচারের প্রবেশিকা হিসেবে গন্য হয় জয়েন্ট এন্ট্রান্স। 

মেধাতালিকায় আর কারা কারা?
চতুর্থ হয়েছেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সৌহার্দ্য দণ্ডপাত। পঞ্চম স্থানে রয়েছেন অয়ন গোস্বামী। ষষ্ঠ স্থান অধিকার করে নিয়েছেন সোদপুর নারায়ণা স্কুলের অরিত্র অম্রুত দত্ত। সপ্তম হয়েছেন রাজস্থানের কোটা থেকে কিন্তন সাহা। অষ্টম হয়েছেন বাঁকুড়া জেলা স্কুলের সাগ্নিক নন্দী। নবম হয়েছেন রাজস্থানের কোটা থেকে রক্তিম কুণ্ডু। মেধাতালিকায় দশম স্থানে রয়েছেন কাটোয়ার হোলি অ্যাঞ্জেল স্কুলের শ্রীরাজ চন্দ্র।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement