মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি আর আকাশফাটা বজ্রপাত। শুক্রবার দুপুরে আচমকাই তেড়ে নামল বৃষ্টি। একনাগাড়ে মুষলধারা বৃষ্টিতে কলকাতা ফের জলমগ্ন। আবহাওয়া দফতর একটি কমলা সতর্কতা জারি করেছিল। পূর্বাভাস ছিলই বজ্রপাত সহ ভারী বৃষ্টির। সেই মতো দুপুর ২টোর পর থেকে উত্তর ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশ জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়। চলে একটানা প্রায় ৪টে পর্যন্ত। তুমুল বৃষ্টি হয় সল্টলেকেও। যাওয়ার বেলাতেই বর্ষা খেল দেখিয়ে গেল, কলকাতার এই মুষলধারা বৃষ্টি থেকে সেই ইঙ্গিতই মিলল। সেক্ষেত্রে কবে বিদায় নিচ্ছে বর্ষা?
বর্ষা বিদায় কবে?
সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই বিদায় নেয় বর্ষা। কিন্তু চলতি মরশুমে দক্ষিণবঙ্গে এখনও বর্ষা বিদায়ের কোনও নামগন্ধ নেই। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী কিছু দিনের মধ্যেই বৃষ্টি হাল্কা হতে শুরু করে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও আপাতত নতুন করে বৃষ্টির কোনও ইঙ্গিত নেই। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্ত ভাবে এবং ধীরে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হবে। রবিবারের পর থেকেই শুষ্ক আবহাওয়া তৈরি হবে পশ্চিমের জেলাগুলিতে। হাওয়া অফিসের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন, 'ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে ইতিমধ্যেই বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। এবার পশ্চিমবঙ্গের উপর থেকেও আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে বর্ষা বিদায় শুরু হবে।'
কলকাতায় কবে কেমন থাকবে আবহাওয়া?
শনিবারও কলকাতায় মেঘলা থাকবে আকাশ। বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টিপাত হবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রবিবারও একইরকম থাকবে আবহাওয়া। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যথাক্রমে ২৫ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সোমবার থেকে আবহাওয়ার কিছুটা বদল হতে শুরু করবে। আংশিক মেঘলা থাকবে শহরের আকাশ। বজ্রপাত সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার থেকে বৃষ্টি থামবে কলকাতায়। বুধ এবং বৃহস্পতিবার রৌদ্রজ্জ্বল আকাশ দেখা যাবে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ২৪ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস।
দমদমেও শনি এবং রবিবার মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার আংশিক মেঘলা থাকবে আকাশ। বৃষ্টি হবে হাল্কা। মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হবে। সল্টলেকেও মঙ্গলবারের পর থেকে আকাশ পরিষ্কার হবে। হাওড়াতেও একইরকম থাকবে আবহাওয়া।