Advertisement

West Bengal Weather: সরস্বতী পুজোয় কি ফিরবে জাঁকিয়ে শীত? আবহাওয়ার লেটেস্ট আপডেট

Saraswati Puja Weather: রাত পোহালেই সরস্বতী পুজো। আর সেই পুজোকে কেন্দ্র করে সাজ সাজ রব গোটা বাংলায়। স্কুলে স্কুলে, পাড়ায় পাড়ায় চলছে শেষ মুহূর্তের পুজো প্রস্তুতি। কাল সকালেই যে স্নান সেরে উপোস করে দিতে হবে অঞ্জলি। তবে এমন বিশেষ দিনের আগেও অনেকের মনেই আবহাওয়া নিয়ে প্রশ্ন উঁকি দিচ্ছে। তাঁরা জানতে চাইছেন, সরস্বতী পুজোর সকালে কি জাঁকিয়ে শীত উপভোগ করা সম্ভব হবে? আর এই বিষয়ে নিজেদের বক্তব্য জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। 

সরস্বতী পুজোর তাপমাত্রাসরস্বতী পুজোর তাপমাত্রা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jan 2026,
  • अपडेटेड 6:30 AM IST
  • রাত পোহালেই সরস্বতী পুজো
  • সরস্বতী পুজোর সকালে কি জাঁকিয়ে শীত উপভোগ করা সম্ভব হবে?
  • আর এই বিষয়ে নিজেদের বক্তব্য জানিয়ে দিয়েছে হাওয়া অফিস

রাত পোহালেই সরস্বতী পুজো। আর সেই পুজোকে কেন্দ্র করে সাজ সাজ রব গোটা বাংলায়। স্কুলে স্কুলে, পাড়ায় পাড়ায় চলছে শেষ মুহূর্তের পুজো প্রস্তুতি। কাল সকালেই যে স্নান সেরে উপোস করে দিতে হবে অঞ্জলি। তবে এমন বিশেষ দিনের আগেও অনেকের মনেই আবহাওয়া নিয়ে প্রশ্ন উঁকি দিচ্ছে। তাঁরা জানতে চাইছেন, সরস্বতী পুজোর সকালে কি জাঁকিয়ে শীত উপভোগ করা সম্ভব হবে? আর এই বিষয়ে নিজেদের বক্তব্য জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। 

জাঁকিয়ে শীত কি উপভোগ করা সম্ভব হবে? 
না, সরস্বতী পুজোর সকালে জাঁকিয়ে শীত উপভোগ করা সম্ভব হবে না। বরং ভোর এবং সকালের দিকে হালকা শীত উপভোগ হবে। তাই ওই সময় গায়ে শীত পোশাক রাখতে হবে। তবে বেলা বাড়লেই শীতের দাপট থাকবে না। তাই তখন শীত পোশাকেরও প্রয়োজন পড়বে না বলেই মনে করা হচ্ছে। যদিও রাতের দিকে আবার ঠান্ডা ফিরবে। কিন্তু কনকনে শীত উপভোগ করা যাবে না। 

কেন বাড়ছে উষ্ণতা?
সবে মাঘের শুরু। আর এই সময়ই হঠাৎ করে জাঁকিয়ে শীত উধাও হওয়ার মুষড়ে পড়েছেন শীতবিলাসীরা। তাঁরা জানতে চাইছেন, কী এমন হল, যার ফলে হঠাৎ করে বিদায় নিল শীত? আর সেই প্রশ্নের উত্তরটাও দিয়ে দিয়েছে হাওয়া অফিস। তারা জানিয়েছে, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। ১৯ জানুয়ারি এবং ২১ জানুয়ারিই দু'টি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। আর এই দুই পশ্চিমী ঝঞ্ঝার জন্যই বাড়তে শুরু করেছে তাপমাত্র। মোটামুটি ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। 

রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পারে তাপমাত্রা। যার ফলে শুধু ভোর এবং রাতের দিকেই শীত অনুভব করা সম্ভব হবে। সকালের দিকে বেশ ভালই গরম থাকবে। 

একই পরিস্থিতি থাকবে কলকাতার। এখানেও বেলা বাড়তেই গরম লাগবে। তবে ভোর এবং রাতে একটু শীত শীত অনুভব হবে।

Advertisement

অপরদিকে একই পরিস্থিতি হবে উত্তরবঙ্গে। সেখানেও তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষত, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার ও মালদার মতো মতো জায়গায় বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা। এই সব জায়গাতেও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। যদিও পাহাড়ে ঠান্ডা এখনও থাকবে। সুতরাং এই সময় যাঁরা দার্জিলিং যাচ্ছেন, তাঁদের আলাদা করে কোনও চাপ নেই। 

বৃদ্ধি পেতে পারে কুয়াশা
গোটা রাজ্যেই কুয়াশার দাপট লক্ষ করা যাচ্ছে। আর সেটা আরও বাড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। যার ফলে উত্তর-দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান সহ দক্ষিণের সব জেলাতেই বৃদ্ধি পাবে কুয়াশা। এছাড়া উত্তরের জেলাগুলিতেও কুয়াশার দাপট থাকবে।

 

Read more!
Advertisement
Advertisement