
সরস্বতী পুজোয় মোটামুটি ভালই ছিল আবহাওয়া। তাপমাত্রা কিছুটা কমেছিল। আর সেই ধারা আজও বজায় থাকবে বলেই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। শনিবারও তাপমাত্রা কমের দিকে থাকার ইঙ্গিত রয়েছে। যদিও রবিবার থেকে বদলে যাবে পরিস্থিতি। তাপমাত্রা বাড়তে শুরু করবে বলেই মনে করা হচ্ছে।
হাওয়া অফিসের মতে, রবিবার থেকে পারদ চড়তে পারে। গোটা সপ্তাহই সেই ট্রেন্ড জারি থাকতে পারে। যার ফলে শীত কিছুটা কমতে পারে। যদিও ভাল খবর হল, তাপমাত্রা বৃদ্ধি পেলেও এখনই গরম অনুভূত হবে না বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। তাই অহেতুক মন খারাপ করবেন না।
কেন বাড়ছে তাপমাত্রা?
পারা বৃ্দ্ধির কারণ হিসেবে বিশেষজ্ঞরা পশ্চিমী ঝঞ্ঝার কথা বলছেন। একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাকিস্তান ও জম্মু কাশ্মীরের উপর। আবার ওদিকে ২৬ জানুয়ারি আরও একটা ঝঞ্ঝা আসতে পারে। সেই কারণেই বৃদ্ধি পেতে পারে গরম। বিশেষত রোদ উঠলে বাড়তে পারে অস্বস্তি।
শীত বিদায় নিয়ে কোনও আপডেট?
আপাতত শীতের বিদায় নিয়ে পুরোপুরি খোলসা করেনি হাওয়া অফিস। তবে যতটুকু খবর, সোমবার থেকেই তাপমাত্রা বাড়বে। এরপর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই এবারের মতো বিদায় নিতে পারে ঠান্ডা।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
সরস্বতী পুজোয় কলকাতার তাপমাত্রাও ছিল মনোরম। সূর্য ওঠার আগে এবং অস্ত যাওয়ার পর ভালই ঠান্ডা উপভোগ করা সম্ভব হয়েছে। যদিও রবিবার থেকে কলকাতার আবহাওয়াতেই বদল আসতে পারে। বাড়তে পারে তাপমাত্রা।
দক্ষিণবঙ্গের কী পরিস্থিতি?
গোটা দক্ষিণবঙ্গেই মোটামুটি শীত রয়েছে। আর সেটা আজকের দিনও থাকবে। মোটামুটি ১৫ ডিগ্রির আশপাশে থাকবে দক্ষিণের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা। যদিও রবিবার থেকে পারদ চড়তে পারে এই সব জেলাগুলিতেও।
এই প্রসঙ্গে বলে রাখি, দক্ষিণের অধিকাংশ জেলাতেই এখন কুয়াশার দাপট চলছে। ভোর থেকেই কমে যাচ্ছে দৃশ্যমানতা। তাই এই সময় যাঁরা গাড়ি বা বাইক চালাচ্ছেন, তাঁরা সাবধান হয়ে যান। নইলে বিপদ বাড়বে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণে গরম বাড়লেও উত্তরে আবহাওয়া থাকবে একই রকম। সেখানে আগামী ৫ দিন তাপমাত্রার হেরফের হবে না বলেই জানা যাচ্ছে। এক্ষেত্রে দার্জিলিং এবং অন্যান্য পাহাড়ে ৩ থেকে ৫ ডিগ্রির মধ্যে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আর উত্তরের অন্যান্য জেলায় সংখ্যাটা থাকতে পারে ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যে।