Advertisement

Weather : আবহাওয়ার বড়সড় পরিবর্তন, সোমবার থেকেই ৩৭ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা

মার্চের প্রথম সপ্তাহ চলছে। দিনে সামান্য গরম অনুভূত হলেও এখনও হাল্কা ঠান্ডার আমেজ রয়েছে। তবে এবার গরম পড়তে চলেছে। পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর। 

Summer Weather Summer Weather
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Mar 2025,
  • अपडेटेड 7:28 PM IST
  • আবহাওয়ার বড়সড় পরিবর্তন বাংলায়
  • আগামী সোমবার থেকেই পড়তে চলেছে গরম

মার্চের প্রথম সপ্তাহ চলছে। দিনে সামান্য গরম অনুভূত হলেও এখনও হাল্কা ঠান্ডার আমেজ রয়েছে। তবে এবার গরম পড়তে চলেছে। পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর। 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই  আবহাওয়া উষ্ণ হতে শুরু করবে। সোমবার থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। সপ্তাহের শেষে অর্থাৎ রবিবার থেকেই তাপমাত্রা বাড়তে থাকবে। কলকাতায় ৩৩ থেকে ৩৪  ডিগ্রি সেলসিয়াস ও জেলায় ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁতে পারে।

তবে আগামী দুই তিনদিন শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। বরং তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। আকাশ  পরিষ্কার আকাশ। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জেলার দিকে খুব সকালে এবং সন্ধে নাগাদ হালকা মনোরম আবহাওয়া থাকবে। দিনের বেলায় উষ্ণতা বাড়বে। 

উত্তরবঙ্গের পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পুরোপুরি শুষ্ক আবহাওয়া থাকবে। ফের শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে চার জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলোতে আবহায়া থাকবে শুষ্ক। 

আলিপুরের পূর্বভাস, শনিবার থেকে বৃষ্টি বাড়তে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। দার্জিলিং জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না উত্তরবঙ্গের জেলাগুলোতে।

Read more!
Advertisement
Advertisement