সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজছে কলকাতা। কোথাও কোথাও বৃষ্টির তীব্রতা বেশি ছিল। মেঘের আনাগোনায় ঢাকা আকাশে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাও বর্ষার বৃষ্টিতে ভিজছে। তবে এই বৃষ্টি সত্ত্বেও ভ্যাপসা গরমের কারণে মানুষ অস্বস্তিতে রয়েছে। দুপুরে আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দিনভর কলকাতা, হুগলী ও দুই ২৪ পরগণা জেলায় বৃষ্টি হবে। তবে কোনও জেলাতেই ভারী বা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
উল্লেখ্য, উত্তরবঙ্গে সময়মতো বর্ষা এসে পৌঁছেছে। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা একটু দেরিতেই এসেছে। ফলে জুন মাসে তেমন বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এর ফলে গরম থেকেও মুক্তি মেলেনি মানুষ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোন পূর্বাভাস নেই।
উত্তরবঙ্গে সময়মতো বর্ষা এলেও দক্ষিণবঙ্গে বর্ষা একটু দেরিতেই এসেছে। ফলে জুন মাসে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন বৃষ্টি হয়নি এবং গরম থেকে রেহাইও মেলেনি। আলিপুর আবহাওয়া দফতরের মতে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
সোমবার কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে এবং দিনভর বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। গরমের অস্বস্তি বজায় থাকবে এবং আগামী কয়েকদিনের মধ্যে কলকাতার আবহাওয়ার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে, তবে গত কয়েক দিনের তুলনায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।