Advertisement

Bengal Weather: এই দিন থেকে আর বৃষ্টি হবে না, ঝলমলে রোদ উঠবে, জানুন ওয়েদার আপডেট

দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।

এই দিন থেকে আর বৃষ্টি হবে না, ঝলমলে রোদ উঠবে, জানুন ওয়েদার আপডেটএই দিন থেকে আর বৃষ্টি হবে না, ঝলমলে রোদ উঠবে, জানুন ওয়েদার আপডেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Oct 2025,
  • अपडेटेड 6:39 AM IST
  • উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত
  • দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি হতে পারে

ঘূর্ণিঝড় মন্থার সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও পরোক্ষ প্রভাবে বৃষ্টি চলবে। রবিবার পর্যন্ত বাংলায় বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সোমবার থেকে আকাশ পরিষ্কার হবে। বর্তমানে মোন্থা শক্তি খুইয়ে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। সেটি এখন ছত্তিশগড়ের দক্ষিণ প্রান্ত এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ওই নিম্নচাপ অঞ্চলের প্রভাবেই বৃহস্পতিবার কলকাতা ও রাজ্যের অন্য জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে।

দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। শুক্রবারও বীরভূম ও মুর্শিদাবাদ জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়া জেলায়। জারি রয়েছে হলুদ সর্তকতা। শনিবারের পর দক্ষিণবঙ্গে ফের শুষ্ক আবহাওয়া শুরু হবে। 

উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (০৭-২০ সেমি) এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে। নিবারেও উত্তরের জেলায় জেলায় ঝড়-জলের সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহারের জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২ অক্টোবর অর্থাৎ রবিবারেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।

আরও পড়ুন

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আগামী কয়েক দিন আকাশ মেঘলা থাকবে। হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু-তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। তারপর দু'দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। আগামী পাঁচদিনে সর্বনিম্ন তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না।

Advertisement

TAGS:
Read more!
Advertisement
Advertisement