Advertisement

Winter Update: ঘূর্ণিঝড় 'সেনিয়ার' তো আছেই, বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ, বাংলায় কী প্রভাব?

আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে রাজ্যের সর্বত্রই তাপমাত্রা খানিকটা বাড়তে চলেছে। কলকাতায় বুধবার ১৬ ডিগ্রি ঘরে পৌঁছে গিয়েছিল তাপমাত্রা। সাইক্লোন 'সেনিয়ার'-এর কারণে কি ফের গোঁত্তা খাবে শীত? জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট...

আবহাওয়ার আপডেটআবহাওয়ার আপডেট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Nov 2025,
  • अपडेटेड 8:58 AM IST
  • 'সেনিয়ার' ঘূর্ণিঝড়ের সঙ্গেই শক্তিশালী আরও এক নিম্নচাপ
  • বঙ্গে ফের গোঁত্তা খাবে শীত?
  • আগামী ২-৩ দিন কেমন থাকবে তাপমাত্রা?

তামিলনাড়ু থেকে ওডিশা পর্যন্ত বিস্তৃত উপকূলের দিকে না-এসে ঘূর্ণিঝড় 'সেনিয়ার' রুট বদল করে ঘুরে গিয়েছে ইন্দোনেশিয়ার দিকে। মালাক্কা প্রণালীর কাছে আন্দামান সাগরে তৈরি নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করার আগেই শ্রীলঙ্কার কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয় আরও একটি শক্তিশালী নিম্নচাপ। এই নিম্নচাপ বুধবার শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ হয়েছে এবং বৃহস্পতিবার সেটি আরও কিছুটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তবে তার অন্তিম পরিণতি ঘূর্ণিঝড় পর্যন্ত গড়াবে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু জানায়নি মৌসম ভবন। 

ঘূর্ণিঝড়ের প্রভাব
সেনিয়ারের দাপটে আগামী কয়েক দিন ভারী বৃষ্টি চলতে পারে তামিলনাড়ুর উপকূলীয় জেলাগুলিতে। ভারী বৃষ্টি হতে পারে কেরল এবং অন্ধ্রপ্রদেশেও। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে প্রবল বেগে বইবে ঝোড়ো হাওয়া। এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

বঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সেনিয়ারের প্রভাব বাংলায় তেমন পড়বে না। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। পরবর্তী দু’দিনে আবার তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৩-৪ দিন ভোরের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

কলকাতার আবহাওয়া 
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি কম। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বেড়ে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তবে শীতের দাপট বাড়ছে ধীরে ধীরে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, কার্যত শুষ্ক আবহাওয়ার প্রভাবেই রাতের দিকে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমছে। 

জেলার তাপমাত্রা
উল্লেখ্য, দক্ষিণবঙ্গের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বীরভূমে ১১ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির কাছাকাছি। পুরুলিয়ায় রয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কলকাতার তুলনায় পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি কম অনুভূত হচ্ছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement