Advertisement

West Bengal Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ঠান্ডার আমেজে প্রভাব পড়বে? পূর্বাভাস

হেমন্তের মরশুমে দক্ষিণবঙ্গে শীতের প্রভাবে কুয়াশা ভর করেছে। কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কম। এতে বঙ্গবাসীর প্রশ্ন জন্মেছে, এই শীত কি স্থায়ী হবে, নাকি অগ্রাহায়নে আবার তাপমাত্রা বাড়বে।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Nov 2025,
  • अपडेटेड 1:37 PM IST
  • হেমন্তের মরশুমে দক্ষিণবঙ্গে শীতের প্রভাবে কুয়াশা ভর করেছে।
  • কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কম।

হেমন্তের মরশুমে দক্ষিণবঙ্গে শীতের প্রভাবে কুয়াশা ভর করেছে। কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কম। এতে বঙ্গবাসীর প্রশ্ন জন্মেছে, এই শীত কি স্থায়ী হবে, নাকি অগ্রাহায়নে আবার তাপমাত্রা বাড়বে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে উচ্চচাপ বলয় রয়েছে। এই অবস্থায় রাজ্যে আপাতত ঝড়বৃষ্টি বা বড় ধরনের আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই। বলয়টি দক্ষিণ শ্রীলঙ্কা ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪.৫ কিলোমিটার উচ্চতায় বিস্তৃত।

দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম বা উল্লেখযোগ্যভাবে কম দেখা গেছে। আজ শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২° সেলসিয়াস। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে তাপমাত্রা ১৩.০° এবং পাহাড়ি দার্জিলিংয়ে ৭.০° সেলসিয়াসে নেমেছে। আবহাওয়াবিদদের মতে, কুয়াশা ভোরের সময় ঘন থাকলেও দিনের বেলায় সূর্যের তাপ কিছুটা আরাম দেবে, তবে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা সামান্য নীচে থাকতেই পারে।

সকালের দিকে হালকা কুয়াশা থাকবে উত্তরবঙ্গেরও বেশিরভাগ জেলায়। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে সকালের দিকে থাকতে পারে কুয়াশা। তার জেরে কমতে পারে দৃশ্যমানতা।

 

Read more!
Advertisement
Advertisement