Advertisement

Weather Update: হাড় কাঁপানো! শীতে উত্তরবঙ্গকেও হার মানাচ্ছে দক্ষিণের এই জেলাগুলি

এবার ভালই শীত পড়েছে। বেশ কয়েক বছর পর দক্ষিণবঙ্গে মানুষজনকে এমনটা বলতে শোনা যাচ্ছে। বিশেষত পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার প্রকোপ যা, তা উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাকেও হার মানিয়ে দিচ্ছে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Dec 2024,
  • अपडेटेड 6:40 AM IST

এবার ভালই শীত পড়েছে। বেশ কয়েক বছর পর দক্ষিণবঙ্গে মানুষজনকে এমনটা বলতে শোনা যাচ্ছে। বিশেষত পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার প্রকোপ যা, তা উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাকেও হার মানিয়ে দিচ্ছে। রবিবার কলকাতার তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি কম। আবহাওয়া দফতরের মতে, ১৮ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা এমনই কম থাকবে।

পশ্চিম বর্ধমান, বীরভূম, এবং পুরুলিয়ায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় শীত কমতে পারে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে তুষারপাতের সম্ভাবনা তৈরি হলেও বাংলায় বৃষ্টি হবে না।

এই মরশুমে এটাই সর্বনিম্ন তাপমাত্রা শহর কলকাতায়।  পারদ পতনের নিরিখে আজ কলকাতার  মরসুমের শীতলতম দিন। বছরের শেষে পারদ পতন এমনি চলবে নাকি আগামী দিনগুলিতে  ফের তাপমাত্রা বাড়বে, চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।

কেমন থাকবে আবহাওয়া?

রাজ্যে শৈতপ্রবাহের কড়া সতর্কবার্তা রয়েছে। শৈতপ্রবাহের পূর্বাভাস রয়েছে  পশ্চিমের তিন জেলায়। বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া রয়েছে সেই তালিকায়। আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে। ১৮ ডিসেম্বর পর্যন্ত স্বাভাবিক বা তার নীচে থাকবে পারদ। মঙ্গলবার পর্যন্ত রাজ্যের বেশকিছু জেলায় শৈত্যপ্রবাহের মত পরিস্থিতি তৈরি হতে চলেছে ৷ মঙ্গলবারের পর ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। তবে ১৮ ডিসেম্বর পর্যন্ত স্বাভাবিক বা তার নিচে থাকবে পারদ।

তাপমাত্রা সামান্য বাড়বে

এদিকে এদিনই সাগরে নতুন নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘন্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। যদিও এই নিম্নচাপের অভিমুখ থাকছে মূলত তামিলনাড়ু উপকূলের দিকে। অন্যদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। এর ফলে সোম ও মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা থাকছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। তবে বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে ১৮ তারিখের পর  কমবে ঠান্ডা। বুধবার থেকে ফের কলকাতা–সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা সামান্য বাড়তে শুরু করবে।   বাংলায় এই মুর্হূতে বৃষ্টির সম্ভাবনা নেই।

Advertisement

কুয়াশার দাপটও চলবে

পারাপতন যেমন চলছে তেমন কুয়াশার দাপটও চলবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে সবথেকে বেশি কুয়াশার দাপট থাকবে তিন জেলাতে। পশ্চিম বর্ধমান, বীরভূমের পাশাপাশি মুর্শিদাবাদেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে। কলকাতা-সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা ধোঁয়াশা থাকছে। তবে সবথেকে বেশি কুয়াশার পরিমাণ বাড়বে সোমবার ও মঙ্গলবারে।  আবহাওয়া দফতর জানিয়েছে, সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাবে মূলত পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। কলকাতাতেও সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে অবশ্য দৃশ্যমানতা বাড়বে।

কলকাতার আবহাওয়া

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি। এটাও এই সময়কার স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আজ কলকাতার পারদ  ১২.৫ ডিগ্রিতে নামল। আবহাওয়া দেখে শীতপ্রেমীরা খানিকটা খুশি হলেও হাওয়া অফিস বলছে এই দফায় তাপমাত্রা আর কমার আশা নেই। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে মহানগরে শীতের ইনিংস এখনই টানা বেশিদিন স্থায়ী হবে না।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement