Advertisement

Heavy Rain Weather Update: মুষলধারায় বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আজ ৮ জেলায় কমলা সতর্কতা, কতদিন চলবে দুর্যোগ?

আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর হাওয়া অফিস। সোমবার রাখি পূর্ণিমার দিনও কলকাতা-সহ জেলায় জেলায় জারি করা হয়েছে সতর্কতা। আবহাওয়া দফতর বলছে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের কিছু অংশে। এই সপ্তাহে বাংলার প্রতিটি জেলায় কেমন থাকতে চলেছে আবহাওয়া, চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

বাংলার কোন জেলায় কেমন বৃষ্টি?বাংলার কোন জেলায় কেমন বৃষ্টি?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Aug 2024,
  • अपडेटेड 6:30 AM IST

আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর হাওয়া অফিস। সোমবার রাখি পূর্ণিমার দিনও কলকাতা-সহ জেলায় জেলায় জারি করা হয়েছে সতর্কতা। আবহাওয়া দফতর বলছে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। অতি ভারী বৃষ্টির  সতর্কতাও জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের কিছু অংশে। এই সপ্তাহে বাংলার প্রতিটি জেলায় কেমন থাকতে চলেছে আবহাওয়া, চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

নিম্নচাপের প্রভাবে বাড়বে বৃষ্টি
হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে। সোমবারের মধ্যে বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে এই নিম্নচাপ আরো শক্তিশালী হবে। এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় এই  আরো শক্তিশালী হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। এই নিম্নচাপের প্রভাবে রবিবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বেড়েছে। এই সিস্টেমের জেরেই চলবে লাগাতার বৃষ্টি। দক্ষিণবঙ্গে বুধবার  পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এই সময়ে বৃষ্টির পরিমাণও বেশি থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে একাধিক জেলায়। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের উদ্দেশে বলা হয়েছে, তাঁরা যেন ২০ অগাস্ট পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে না যান। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হবে। ৫৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া  বইবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
সোমবার  রাখির দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি ও বাঁকুড়া জেলাতে। এই জেলাগুলিতে ‘কমলা’ সতর্কতা জারি করেছে।  হাওয়া অফিস বলছে এদিন ভারী বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে।  মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। মঙ্গলবার ভারী  থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। ওই জেলাগুলিতে ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে।  মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পশ্চিম বর্ধমান,বীরভূম, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে।

Advertisement

উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। । কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। উত্তরে বৃষ্টি বাড়বে মঙ্গলবারে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে হাওয়া অফিস। বুধবার বৃষ্টি কিছুটা কমবে উত্তরবঙ্গে। মালদা এবং জলপাইগুড়ি, আলিপুর দুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়া
কলকাতাতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।   আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। কয়েক পশলা মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস   বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা শহরে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
 

Read more!
Advertisement
Advertisement