Advertisement

Heavy Rain Alert: ২৪ ঘণ্টার মধ্যে আবহাওয়ার বড় বদল, কাল থেকে বজ্রবিদ্যুৎ-সহ ভয়ানক বৃষ্টি

এমনিতেই রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। তারমধ্যে একদম পুজোর আগে ফের নিম্নচাপের ভ্রুকুটি বাংলায়। তার জেরে সোমবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সোমবার থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কেমন থাকতে চলেছে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া।

ফের ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Sep 2024,
  • अपडेटेड 6:42 AM IST

এমনিতেই রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। তারমধ্যে একদম পুজোর আগে ফের নিম্নচাপের ভ্রুকুটি বাংলায়। তার জেরে সোমবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।  বিশেষত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সোমবার থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কেমন থাকতে চলেছে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া।

ফের বাংলা ভাসবে ভারী বৃষ্টিতে
হাওয়া অফিস বলছে, জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে নিম্নচাপ এলাকা তৈরি হবে সোমবার। উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ এলাকার সম্ভাবনা। এর প্রভাবে ফের বাংলা ভাসবে ভারী বৃষ্টিতে। উত্তর থেকে দক্ষিণবঙ্গে জারি হয়েছে সতর্কতা।  পূর্ব পশ্চিম শিয়ার জোন। বঙ্গোপসাগর থেকে থাইল্যান্ড উপকূল পর্যন্ত বিস্তৃত। এই জোনে দুই জোড়া ঘুনাবর্ত। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটি। অন্যটি থাইল্যান্ড উপকূল এলাকায়। এর প্রভাবেই  নিম্নচাপের আশঙ্কা। আবারও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির আশঙ্কা। বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আইএমডি সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ১০ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কার বার্তা দেওয়া হয়েছে। এইজেলাগুলিতে রয়েছে হলুদ সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের  দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় দুর্যোগের পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। এবার এই জেলাগুলির মধ্যে ইতিমধ্যেই বর্ধমান, মেদিনীপুরের একাধিক গ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। হাওয়া অফিস বলছে,  আজ  থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বুধবার বৃষ্টির পরিমাণ  ব্যাপকতা বাড়বে দক্ষিণবঙ্গে। সোমবার থেকে বুধবারের মধ্যে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। 

Advertisement

কোন জেলায় কেমন বৃষ্টি
রিপোর্ট অনুযায়ী, ২২ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রপাত সহ বৃষ্টির মাঝারি সতর্কতা আছে। এরপর ২৩ সেপ্টেম্বর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। এদিকে আগামী  ২৫ সেপ্টেম্বর ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। 

উত্তরবঙ্গের আবহাওয়া
ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের  দার্জিলিং কালিম্পং-সহ পার্বত্য এলাকাতেও। উত্তরবঙ্গের ২ জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। , সোমবার  দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ২৫ তারিখ  ভারী বৃ্ষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা - দার্জিলিং এবং কালিম্পঙে।  ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলাতেই।  

কলকাতার আবহাওয়া
কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে বৃষ্টি বাড়বে।  এদিনও  বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে শহরে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪  ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশপাশে থাকতে পারে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement