নিম্নচাপ, ঘূর্ণবর্ত ও মৌসুমী অক্ষরেখার সাঁড়াশি আক্রমণ! যার জেরে দেবীপক্ষের আগেই ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে আগামী সপ্তাহ পর্যন্ত নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গে ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা।
ঘূর্ণাবর্তের গিতবিধি
আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। যা বর্তমানে সিকিমের উপর অবস্থান করছে। এছাড়াও উত্তর পশ্চিম সাগরের উপর আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার উপর দিয়ে আবার চলে গিয়েছে মৌসুমী অক্ষরেখা। যা আগ্রা, বারাণসী, রাঁচি, দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে, দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রের উত্তর উপকূলেরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এই সবের প্রভাবে রজ্যে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা না থাকলেও বৃহস্পতি এবং শুক্রবার প্রায় সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতাতেও। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। শনিবার বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে। রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বর্ষণের সম্ভাবনা। শনিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে।