খাতায় কলমে রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। চলে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আর তার পরেই তাপমাত্রা নামছে। প্রায় রোজই কিছুটা করে পারদ নামছে। সকালে ও রাতের দিকে ঠান্ডা অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে এখন কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। শুষ্ক আবহাওয়া থাকবে। রোজই তাপমাত্রা একটু একটু করে নামবে। অক্টোবরের শেষে শীত শীত ভাব চলে আসবে।
মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম। মঙ্গলবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম। সোমবারের থেকে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমেছে। বুধবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও ২৪ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গে উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি এখনও তৈরি হয়নি। ফলে এখনই রাজ্যে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। হালকা শীতের আমেজ রয়েছে ভোরের দিকে। জেলায় জেলায় শীত আসার ইঙ্গিত মিললেও শীত পড়তে পড়তে মাসের শেষের দিকের বা নভেম্বরের শুরু পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে অক্টোবরের শেষের দিকে। আগামী সাত দিন আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতাও জারি হয়নি। আপাতত সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে।