শীত পড়লেও এখনও জাঁকিয়ে পড়েনি। বরং মঙ্গলবার শীত কিছুটা কমই লেগেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবারও এরকমই থাকবে কলকাতার তাপমাত্রা। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। তবে, জেলাগুলিতে শীতের আমেজ ভালই টের পাওয়া যাচ্ছে। ককেকটি জেলায় তাপমাত্রা ইতিমধ্যেই ১৫ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনিকেতনে ১৩ ডিগ্রি। ঝাড়গ্রামে ১৪ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে কোনও কোনও জেলায় কুয়াশার দাপটা থাকতে পারে।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ২৪ নভেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। একই পরিস্থিতি থাককে উত্তরবঙ্গের ক্ষেত্রেও। আগামী ৫ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। পশ্চিম বর্ধমান, পশ্চিমে মেদিনীপুর, বীরভূম, দুই ২৪ পরগনা, পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে। দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় সকালের দিকে কুয়াশায় দাপট দেখা যেতে পারে। কুয়াশার জেরে দৃশ্যমানতা কমতে পারে ৫০ থেকে ২০০ মিটার।
আগামী কয়েকদিন রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮০ শতাংশ। এই মাসেই জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই। তার জন্য আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে।