Advertisement

West Bengal Weather Update: এ বারের মতো বর্ষা বিদায়, কবে থেকে উত্তুরে হাওয়ায় কাঁপবে বাংলা?

কোথাও কোথাও স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে। আর আগামী ১৮ অক্টোবর বাংলা থেকে একবারে বিদায় নেবে মৌসুমি বায়ু। তার পরই দক্ষিণবঙ্গে নিজের খেলা দেখাবে উত্তুরে হাওয়া। শীতল দিনের দিকে এগিয়ে যাবে বাংলা। আর আপাতত বঙ্গবাসী সেই দিনটারই অপেক্ষায়।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Oct 2025,
  • अपडेटेड 8:30 AM IST
  • বাংলায় এ বার বর্ষা লম্বা ইনিংস খেলেছে
  • আগামী ১৮ অক্টোবর বাংলা থেকে একবারে বিদায় নেবে মৌসুমি বায়ু
  • শীতল দিনের দিকে এগিয়ে যাবে বাংলা

বাংলায় এ বার বর্ষা লম্বা ইনিংস খেলেছে। প্রায়ই বৃষ্টিতে ভিজেছে গোটা রাজ্য। তাই বেশ কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের মানুষ বর্ষা বিদায়ের অপেক্ষায় ছিলেন। আর সেই আশাই আপাতত পূর্ণ হল বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাদের পক্ষ থেকে বর্ষা বিদায়ের ঘোষণা করা হয়েছে। যার ফলে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির আশা প্রায় নেই বললেই চলে। 

তবে কোথাও কোথাও স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে। আর আগামী ১৮ অক্টোবর বাংলা থেকে একবারে বিদায় নেবে মৌসুমি বায়ু। তার পরই দক্ষিণবঙ্গে নিজের খেলা দেখাবে উত্তুরে হাওয়া। শীতল দিনের দিকে এগিয়ে যাবে বাংলা। আর আপাতত বঙ্গবাসী সেই দিনটারই অপেক্ষায়।

আসছে শীত
শীত যে আসছে, সেটা একপ্রকার নিশ্চিত হয়ে বলা যায়। যাঁরা সকালের দিকে উঠছেন, তাঁদের হালকা শীতল অনুভূতি হচ্ছে। তবে দুপুরের দিকে বেড়ে যাচ্ছে তাপমাত্রা। এছাড়া আর্দ্রতা বেশি থাকায় ঘামও হচ্ছে। বাড়ছে অস্বস্তি। 

যদিও কিছুদিনের মধ্যেই এই ঘর্মাক্ত পরিস্থিতি থেকে মিলবে ছুটি বলে জানিয়েছে হাওয়া অফিস। মৌসুমি বায়ু রাজ্য ছাড়লেই টুক করে দক্ষিণবঙ্গে ঢুকে পড়বে উত্তরে হাওয়া। যার ফলে ধীরে ধীরে শীতল হবে পরিবেশ। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কমবে। শুধু তাই নয়, গায়ে চাপাতে হবে গরম কাপড়। অনুভূত হবে শীত।

আর কি হতে পারে বৃষ্টি? 
না, আপাতাত তেমন বৃষ্টির আশঙ্কা নেই। বরং আজ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর বদলাতে শুরু করবে। বৃষ্টির দেখা প্রায় মিলবে না। যদিও কিছু কিছু জায়গায় স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে। তবে সেটাও খুব সামান্যই হওয়ার কথা বলে জানা গিয়েছে। 

তাপমাত্রা কত থাকবে?
এ দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রিতে পৌঁছাতে পারে। আর রাতের দিকে তা কমে নেমে যেতে পারে ২৪ ডিগ্রিতে। যদিও এখনও বাতাসে ভালো পরিমাণে আর্দ্রতা রয়েছে। প্রায় ৯০ শতাংশের উপর রয়েছে হিউমিডিটি। তাই ঘাম হওয়ার আশঙ্কা কিছুটা রয়েছে। 

Advertisement

আর শুধু কলকাতা নয়, মোটের উপর গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়াই এমনই থাকবে বলে খবর। 

ও দিকে আপাতত উত্তরবঙ্গেও বৃষ্টির আশঙ্কা নেই। আকাশ হয়েছে পরিষ্কার। তবে কোনও কোনও জায়গায় স্থানীয়ভাবে বৃষ্টির আশঙ্কা থাকতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সেখানে শীতের আমেজ ভালোই মিলবে।

 

Read more!
Advertisement
Advertisement