Advertisement

Weather Update: নতুন সপ্তাহে শীত বাড়বে না কমবে? যা জানাল হাওয়া অফিস

বিদায়ী বছরের শেষদিন থেকে দক্ষিণবঙ্গে শীতের আমেজ ফিরতে শুরু করেছিল। ক্রমে তা জমিয়ে অনুভূত হচ্ছিল। তবে হাওয়া অফিস বলছে, নতুন বছরের শুরুতেই বঙ্গে শীতের আমেজ ফিরলেও ফের বিরতিতে যাচ্ছে ঠান্ডা ৷ রবিবার থেকে আগামী তিন দিন তাপমাত্রা বাড়বে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। যদিও বুধবার থেকে ফের নামবে পারদ। পরবর্তী দু'দিনে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। তো আগামী সাতদিন কেমন থাকতে চলেছে বাংলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

শীত বাড়বে না কমবে?শীত বাড়বে না কমবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jan 2025,
  • अपडेटेड 12:48 PM IST

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী রবিবার থেকে আগামী তিন দিন তাপমাত্রা বাড়বে। ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে, বুধবার থেকে পারদ ফের নামতে পারে। আগামী সাত দিনের বিস্তারিত পূর্বাভাস দেওয়া হল এই প্রতিবেদনে।

এখনই আরও শীতের সম্ভাবনা নেই

শনিবার পর্যন্ত ঠান্ডার দাপট ছিল। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়বে ২-৩ ডিগ্রি। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া আটকে রয়েছে।

তবে, মঙ্গলবার দার্জিলিং ও সিকিমের পার্বত্য এলাকায় বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস

  • উত্তরবঙ্গে:
    সোমবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি হতে পারে।
    মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং-এ হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

  • দক্ষিণবঙ্গে:
    আংশিক মেঘলা আকাশ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই।​

  • উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস।

    কুয়াশা

    শনিবারের মতো রবিবারও উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কুয়াশার দাপট থাকবে।

    • দক্ষিণবঙ্গ: পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া।
    • উত্তরবঙ্গে: সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।

    কলকাতার আবহাওয়া

    পশ্চিমী ঝঞ্ঝার কারণে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বাতাসে জলীয় বাষ্প বাড়ার কারণে তাপমাত্রা সামান্য বেড়েছে।

    • শনিবার সর্বনিম্ন তাপমাত্রা: ১৪.৪°C
    • রবিবার সর্বনিম্ন তাপমাত্রা: ১৬.২°C (স্বাভাবিকের থেকে ২°C বেশি)

    শীত কবে ফিরবে?

    হাওয়া অফিস বলছে,

    • রবিবার থেকে তাপমাত্রা বাড়বে।
    • বুধবার থেকে পারদ নামতে শুরু করবে।
    • নতুন সপ্তাহে জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা নেই।

    Read more!
    Advertisement
    Advertisement