Advertisement

শীতে থরথর করে কাঁপুনি দেবে, এতটাই নেমে যাবে তাপমাত্রার পারদ

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৯ ডিগ্রি সেলসিয়াস ও ১৮ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে শীতের থাবা বেশি থাকবে। ইতিমধ্যেই বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম-সহ পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৭ ডিগ্রির নীচে নেমে গিয়েছে।

শীতে থরথর করে কাঁপুনি দেবে, এতটাই নেমে যাবে তাপমাত্রার পারদশীতে থরথর করে কাঁপুনি দেবে, এতটাই নেমে যাবে তাপমাত্রার পারদ
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 12 Nov 2025,
  • अपडेटेड 6:47 AM IST
  • উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিনের জন্য সর্বনিম্ন তাপমাত্রায় (রাতের তাপমাত্রায়) কোনও বড় পরিবর্তন হবে না
  • দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আরও নামবে

শীতের মরশুম, শহরে পুরোপুরি না হলেও গ্রাম বাংলায় একেবারেই। কারণ, রোজই নামছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। সকালে ও রাতে রীতিমতো কাঁপন ধরাচ্ছে শীত। তাই বলা যেতেই পারে গ্রামে যেন শীতের মরশুম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আরও নামবে। আগামী ৫ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২-৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরেই কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে। সেটা কমে ১৬-১৭ ডিগ্রিতে নামে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৯ ডিগ্রি সেলসিয়াস ও ১৮ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে শীতের থাবা বেশি থাকবে। ইতিমধ্যেই বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম-সহ পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৭ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। ১৫ ডিগ্রির নীচে নেমে গিয়েছে বীরভূম, বাঁকুড়ার কোনও কোনও এলাকার রাতের তাপমাত্রা। তাপমাত্রা কমে পশ্চিমের জেলাগুলিতে পারদ ১৩ ডিগ্রি ছুঁতে পারে । কলকাতা-সহ হাওড়া, হুগলি, বীরভূম, নদিয়া ছাড়াও আরও কিছু জেলায় ভোরের দিকে ঘন কুয়াশাও দেখা যেতে পারে। 

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিনের জন্য সর্বনিম্ন তাপমাত্রায় (রাতের তাপমাত্রায়) কোনও বড় পরিবর্তন হবে না। কয়েকটি জায়গায় হালকা কুয়াশা পডতে পারে। রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। 

আরও পড়ুন

TAGS:
Read more!
Advertisement
Advertisement