Advertisement

Dev: 'যেটা ভুল, সেটা ভুলই,' দুর্নীতি-ইস্যুতে মমতার বার্তায় বলছেন দেব

এবার দুর্নীতি ইস্যুতে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস সাংসদ ও অভিনেতা দেব। দেবের কথায়, 'যেটা ভুল, সেটা ভুলই।' দলীয় কর্মীদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, ‘লোভ করবেন না। একজন-দু’জন খারাপ হতে পারে, সবাই খারাপ নয়। যদি কেউ অন্যায় করে থাকেন ক্ষমা চেয়ে নিন।'

মমতা বন্দ্যোপাধ্যায় ও দেবমমতা বন্দ্যোপাধ্যায় ও দেব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Jan 2023,
  • अपडेटेड 12:48 PM IST
  • কারও কাছে কিছু নিলে ফেরত দিয়ে দিন
  • যেটা ভুল, সেটা ভুলই

পঞ্চায়েত ভোটের আগে দুর্নীতির ক্ষতে প্রলেপ দিতে ইতিমধ্যেই তৃণমূলের নেতা-কর্মীদের লোভ সম্বরণ করার বার্তা দিয়েছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার দুর্নীতি ইস্যুতে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস সাংসদ ও অভিনেতা দেব (Dev)। দেবের কথায়, 'যেটা ভুল, সেটা ভুলই।'

কারও কাছে কিছু নিলে ফেরত দিয়ে দিন

সোমবার মুর্শিদাবাদে মমতা বলেন, 'কারও কাছ থেকে যদি প্রাপ্তি নিয়ে থাকেন তাহলে ফেরত দিয়ে দিন। তাতে মানুষের অনেক ভাল হবে। মানুষ আপনাকে ভুল বুঝবে না। মানুষের কাছে বারবার ক্ষমা চাইলে মানুষ ক্ষমা করবে।'এখানেই থামেননি তৃণমূল নেত্রী। দলীয় কর্মীদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, ‘লোভ করবেন না। একজন-দু’জন খারাপ হতে পারে, সবাই খারাপ নয়। যদি কেউ অন্যায় করে থাকেন ক্ষমা চেয়ে নিন।'

আরও পড়ুন

যেটা ভুল, সেটা ভুলই

এই প্রসঙ্গে প্রজাপতি ছবির ২৫ দিনের সাফল্য অনুষ্ঠানে দেব বলেন, 'যেটা ভুল, সেটা ভুলই। তবে ভুল সংশোধন করাটা বড় বিষয়। আমি তো দু’দিন আগেই বলেছিলাম, যেটা ভুল সেটা ভুল। এখনও বলছি যদি ভুল কাজ আমিও করে থাকি, দল করে থাকে, অন্য দল করে থাকে সেটা ভুলই। আমার মনে হয় ভুল হতেই পারে। সেটাকে মেনে নিয়ে সেটা কীভাবে শোধরানো যায় সেটাই গুরুত্বপূর্ণ বেশি।' 

গতবারও একই বার্তা দিয়েছিলেন মমতা

প্রসঙ্গত, ২০১৯-এর লোকসভা ভোটের আগেও মমতা একই ভাবে দলীয় কর্মীদের বার্তা দিয়েছিলেন, কেউ কাটমানি নিয়ে থাকলে ফেরত দিন। মানুষের কাছে ক্ষমা চান। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেও দলীয় নেতা-কর্মীদের দুর্নীতির টাকা ফেরতের নির্দেশ দিয়েছিলেন তিনি।

আবাস যোজনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, 'আমরা রাজ্যে আবাস যোজনায় ১৭ লক্ষ পরিবারের নাম কেটে দিয়েছি। বিজেপির দখলে থাকা পঞ্চায়েতগুলি নিজেদের নেতা কর্মীদের এই সব নাম তালিকায় ঢুকিয়ে ছিলেন।’

Advertisement

TAGS:
Read more!
Advertisement
Advertisement